ছোট পরদার মেগা প্রজেক্ট

মিউজিকের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। অরিন্দম এখন হঠাৎ ছোট পরদায় মনোযোগী হলেন কেন?

Advertisement

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৭:১০
Share:

সোহিনী ও চিরঞ্জিৎ

টলিউডের সিনেমায় দু’-চার কোটি টাকার বাজেট এমন কোনও ব্যাপার নয়। এখন প্রায়ই দেখা যাচ্ছে। কিন্তু টেলিভিশনের কোনও প্রজেক্টের বাজেট যদি এর থেকেও বেশি হয়? চমকাবেন না। ছোট পরদার জন্য এক বিরাট বাজেটের প্রজেক্ট শুরু করেছেন অরিন্দম শীল। যার বাজেট প্রায় দশ কোটি টাকার কাছাকাছি। এ বিষয়ে অরিন্দম মুখ না খুললেও জানালেন, ‘‘এমন একটা সিরিজ তৈরি হচ্ছে, যা এর আগে বাংলা টেলিভিশনে হয়নি। সমস্তটাই শ্যুট করা হচ্ছে রিয়্যাল লোকেশনে। একটা মাইথোলজিক্যাল গল্পকে আমরা আধুনিক ভাবে তুলে ধরেছি। গোটা কাজটিতেই সিনেম্যাটিক ছোঁয়া রাখার চেষ্টা করছি। যেখানে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, সোহিনী সরকার, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র-সহ আরও অনেকে।’’ ইতিমধ্যেই অনেকটা অংশের শ্যুটিং করা হয়েছে। শিগগিরই শ্যুটের জন্য গোটা টিম নিয়ে কম্বোডিয়ায় যাচ্ছেন অরিন্দম। ২০০ এপিসোডের এই মেগা সিরিজ সম্প্রচারিত হবে আগামী বছরে। এখনও নাম চূড়ান্ত হয়নি। অরিন্দম নিজে সক্রিয় ভাবে যুক্ত থাকলেও এপিসোড ডিরেক্টর হিসেবে রয়েছেন অভিনন্দন দত্ত। রূপক সাহার একটি গল্পকে অবলম্বন করেই স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। যার পুরোভাগে রয়েছেন লেখক, পদ্মনাভ দাশগুপ্ত, কৌশিক ভট্টাচার্য, দেবলীনা বন্দ্যোপাধ্যায়ের টিম। মিউজিকের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। অরিন্দম এখন হঠাৎ ছোট পরদায় মনোযোগী হলেন কেন? ‘‘আমি নিজে টিভি থেকে উঠেছি। সে জন্য গর্ব বোধ করি। কিন্তু এখন টিভিতে যে ধরনের কাজ হচ্ছে, তার সঙ্গে আইডেন্টিফাই করতে পারি না। হয়তো এই কাজের পরে অনেকেই ভিন্ন ধরনের ভাবনা তুলে ধরবেন ছোট পরদায়।’’ দেখার, এই মেগা স্বাদ বদলের ছোঁয়া দিতে পারে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন