Entertainment News

কাঁটাতার পেরিয়ে বালিঘর

‘‘দুই বাংলার উদ্যোগে দৃষ্টান্তমূলক কাজ করতে চাই। যৌথ উদ্যোগের সুবিধা হচ্ছে যে দুই দেশের শ্রেষ্ঠটা নিয়ে কাজ করা যায়। অভিনেতা নির্বাচন এবং গানের ক্ষেত্রেও আমরা তাই করেছি’’। ঢাকা থেকে সরাসরি আনন্দবাজার ডিজিটালকে ফোনে বললেন পরিচালক অরিন্দম শীল।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৮:৫০
Share:

অরিন্দম শীল। —ফাইল চিত্র।

ভুলে যাওয়া সম্পর্ক নাকি ভুলের সময়?

Advertisement

আবার দেখা! স্মৃতির মধ্যে হাঁটা।

কী পেতে পারে চার জন? বালিঘর? নাকি নোনা জল?

Advertisement

বাঙালির স্মৃতি মেদুরতা, সম্পর্ক নিয়ে অরিন্দম শীলের নতুন ছবি ‘বালিঘর’।

‘‘দুই বাংলার উদ্যোগে দৃষ্টান্তমূলক কাজ করতে চাই। যৌথ উদ্যোগের সুবিধা হচ্ছে যে দুই দেশের শ্রেষ্ঠটা নিয়ে কাজ করা যায়। অভিনেতা নির্বাচন এবং গানের ক্ষেত্রেও আমরা তাই করেছি’’। ঢাকা থেকে সরাসরি আনন্দবাজার ডিজিটালকে ফোনে বললেন পরিচালক অরিন্দম শীল।

শনিবার ঢাকার এক পাঁচতারা হোটেলে তাঁর আগামী ছবি ‘বালিঘর’-এর ঘোষণা করলেন তিনি। দুই বাংলার শিল্পীদের নিয়ে যৌথ প্রযোজনার এই ছবি সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’-এর গল্প অবলম্বনে নির্মাণ করছেন অরিন্দম। দুই বাংলার বহমানতা বালিঘরে আরও যেন দৃঢ় হল। অরিন্দমের ছবিতে এ পারের আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, তেমনই আছেন ও পারের আরিফিন শুভ, নুসরত ইমরোজ তিশা। ওই দিন আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে বলে উল্লেখ করে ঢাকার বেঙ্গল ক্রিয়েশনস ও কলকাতার নাথিং বিয়ন্ড সিনেমার মধ্যে আনুষ্ঠানিক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

অরিন্দম শীলের ছবিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা বলেন, ‘‘এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। তাঁর মতো বড় নির্মাতার সঙ্গে কাজ করতে সব শিল্পীরই আগ্রহ থাকে। বন্ধুত্বের গল্প বলবে ছবিটি। চেষ্টা করব এখানে যে চরিত্রটিতে আমি অভিনয় করব সেটি যেন ভালোভাবে তুলে ধরতে পারি।’’

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ার প্রেম কথা

আরও পড়ুন, ইনি কি খুনি? উত্তর দেবে ‘সিক্স’

চার বন্ধুর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘বালিঘর’ ছবির কাহিনি। আরিফিন শুভকে ছবির নায়ক করা প্রসঙ্গে অরিন্দম শীল বলেন, ‘‘আমার এই নতুন ছবির চরিত্রের জন্য শুভর সঙ্গে কথা বলেছি। কথা বলে মনে হয়েছে ওঁ খুব ভাল এক জন অভিনেতা।’’ অরিন্দম শীলের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘আবর্ত’, ‘এবার শবর’, ‘হর হর ব্যোমকেশ’, ‘ঈগলের চোখ’, ‘ব্যোমকেশ পর্ব’।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বন্ধুর সম্পর্ক কী বালিঘরের? এখন তারই অপেক্ষা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন