Entertainment News

শীতেও কেন সিঁদুর খেলছেন এঁরা?

এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি কলকাতায়। কিন্তু তাতে সেলিব্রেশনে কোনও ঘাটনি নেই। সদ্য বড়দিন পেরিয়েছে শহর। আসছে নিউ ইয়ার ইভ। এর মধ্যেই ভিন্ন স্বাদে মাতলেন টলিউডের একঝাঁক শিল্পী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১৬:৪৪
Share:

‘দুর্গা সহায়’-এর সেটে শিল্পীরা। ছবি: টুইটারের সৌজন্যে।

এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি কলকাতায়। কিন্তু তাতে সেলিব্রেশনে কোনও ঘাটনি নেই। সদ্য বড়দিন পেরিয়েছে শহর। আসছে নিউ ইয়ার ইভ। এর মধ্যেই ভিন্ন স্বাদে মাতলেন টলিউডের একঝাঁক শিল্পী। লাল পেড়ে সাদা শাড়ি, সিঁদুর, গা-ভর্তি গয়নায় দুর্গা বরণ করলেন তনুশ্রী, সম্পূর্ণা ও আরও অনেকে। একচালা প্রতিমার সামনে হাজির বনেদি পরিবার। সৌজন্যে ‘দুর্গা সহায়’। ক্যাপ্টেন অরিন্দম শীল। গোয়েন্দা গল্প ছেড়ে এ বার তিনি উঁকি দিচ্ছেন বনেদি পরিবারের অন্দরমহলে। জোরকদমে চলছে নতুন ছবির শুটিং। তাই শীতের আবহেও যেন বেজে উঠল পুজোর ঢাক। সোহিনী সরকার, কৌশিক সেন, তনুশ্রী, ইন্দ্রাশিস, সম্পূর্ণার মতো তারকাদের অভিনয় সমৃদ্ধ করবে ছবিকে। মহালয়া থেকে দশমীর মধ্যেই থাকছে টানটান চিত্রনাট্যের রসদ। দিন দুয়েক আগে শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ পরিচালক।

Advertisement

আরও পড়ুন এই ছবিটিতে একজন নায়িকাও রয়েছেন কে বলুন তো?

আরও পড়ুন এই ছবিটিতে একজন নায়িকাও রয়েছেন কে বলুন তো? _ _ _ 😬

Advertisement

আরও পড়ুন এই ছবিটিতে একজন নায়িকাও রয়েছেন কে বলুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement