ভর্তুকি নিয়ে মুখোমুখি হবেন অরিন্দম-অখিলেশ

একটি ছবির শুটিঙের পুরো সময়ের অর্ধেকটা যদি উত্তরপ্রদেশে কাটে, তা হলে রাজ্য সরকার এক কোটি টাকা ভর্তুকি দেবে প্রযোজককে— এমনই ঘোষণা করেছিল সে রাজ্যের সরকার। যে কারণে সইফ আলি অভিনীত ‘বুলেট রাজা’, মাধুরী দীক্ষিত অভিনীত ‘দেড় ইশকিয়া’ বা পরিনীতি চোপড়া অভিনীত ‘দাওয়াত-এ-ইশক’ ছবিগুলি বেশ ভালই মুনাফা লাভ করেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:০০
Share:

একটি ছবির শুটিঙের পুরো সময়ের অর্ধেকটা যদি উত্তরপ্রদেশে কাটে, তা হলে রাজ্য সরকার এক কোটি টাকা ভর্তুকি দেবে প্রযোজককে— এমনই ঘোষণা করেছিল সে রাজ্যের সরকার। যে কারণে সইফ আলি অভিনীত ‘বুলেট রাজা’, মাধুরী দীক্ষিত অভিনীত ‘দেড় ইশকিয়া’ বা পরিনীতি চোপড়া অভিনীত ‘দাওয়াত-এ-ইশক’ ছবিগুলি বেশ ভালই মুনাফা লাভ করেছিল। অথচ গত বছরই লখনৌতে সন্দীপ রায়ের ‘বাদশাহী আংটি’ শুটিঙের জন্য কোনও রকম সাহায্যই পাওয়া যায়নি অখিলেশ যাদব সরকারের তরফ থেকে। আরও এক টলিউড পরিচালক, রাজা চন্দও একই কথা বলেছেন। তাঁর ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবির বেশ কিছু কাজ বেনারসে হয়। কিন্তু সরকার কোনও রকম ভর্তুকিই দেয়নি। এবার সে রাজ্যে ছবির কাজ নিয়ে যাচ্ছেন টলিউডের আরও এক পরিচালক-প্রযোজক অরিন্দম শীল। তবে তিনি সহজে ছাড়ার পাত্র নন। তাঁর আসন্ন ‘হর হর ব্যোমকেশ’ ছবির শ্যুটিং হবে বেনারসে। তার জন্য অরিন্দম নিজেই সেখানকার মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন