ইশকজাদে জুটি

দিবাকরের সঙ্গে কাজ করার সুযোগ পরিণীতির কাছে প্রায় স্বপ্নপূরণের মতোই। বললেন, ‘‘দিবাকরের ছবি সব সময়েই আলাদা ঘরানার হয়। দর্শকদের মধ্যে অন্য রকম প্রভাব ফেলে। এই চরিত্রে অভিনয় করার জন্য রীতিমতো অপেক্ষা করছি।’’

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ১২:৫০
Share:

পাঁচ বছর পরে আবার গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি চোপড়়া আর অর্জুন কপূর। যশ চোপড়ার ব্যানারে ‘ইশকজাদে’ ছিল দু’জনেরই প্রথম বড় ছবি। এ বার দিবাকর বন্দ্যোপাধ্যায় থ্রিলারের মোড়কে ফের বড় পরদায় আনতে চলেছেন পরিণীতি-অর্জুনকে। ছবির নাম ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’।

Advertisement

‘যশ রাজ ফিল্মস’-এর প্রযোজনায় তৈরি হবে ছবিটি। শোনা যাচ্ছে, সন্দীপ আর পিঙ্কি দুটো চরিত্রই ভিন্নধর্মী। তাদের প্রেম-প্রত্যাখ্যান নিয়েই গল্পের বুনন। পরিচালক দিবাকর বললেন, ‘‘গল্পের মূল দুটো চরিত্র এমনই যে, একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে পারে না। আবার তারা একে অপরকে ছা়ড়া বাঁচতেও পারে না।’’

দিবাকরের সঙ্গে কাজ করার সুযোগ পরিণীতির কাছে প্রায় স্বপ্নপূরণের মতোই। বললেন, ‘‘দিবাকরের ছবি সব সময়েই আলাদা ঘরানার হয়। দর্শকদের মধ্যে অন্য রকম প্রভাব ফেলে। এই চরিত্রে অভিনয় করার জন্য রীতিমতো অপেক্ষা করছি।’’

Advertisement

আর আদিত্য চোপড়ার সঙ্গে কাজ করার সুযোগ যেন বারবারই অর্জুনের ঘরে ফেরার সমান। তবে দিবাকর আর ‘যশ রাজ ফিল্মস’-এর জুটি এই প্রথম নয়। এর আগে দিবাকর প্রযোজিত ‘তিতলি’ আর ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ তৈরি হয়েছিল একই গাঁটছড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement