Sonam Rhea

সোনমের বিষয়ে আমি খুব প্রোটেকটিভ, বললেন অর্জুন

অর্জুন জানান, সিনেমার প্রতি ভালবাসা, ক্রমাগত দর্শকদের আনন্দ দেওয়ার ইচ্ছেটা তিনি কপূর পরিবারের মধ্যে থেকেই পেয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ২০:১৮
Share:

সোনম ও অর্জুন কপূর।— ফাইল চিত্র।

তাঁরা একই ইন্ডাস্ট্রির সদস্য। সম্পর্কে ভাই-বোন। কিন্তু সাফল্যের নিরিখে নিজেদের মধ্যে কোনও প্রতিযোগিতা একেবারেই নেই। বরং একে অপরের প্রতি যত্নশীল। তাঁরা অর্থাত্ সোনম কপূর ও অর্জুন কপূর।

Advertisement

সম্প্রতি অনিল কপূর ‘মুবারকা’র প্রোমোশনের একটি অনুষ্ঠানে অর্জুনকে জিজ্ঞেস করেন, ‘‘সোনম, রেহা ও হর্ষের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কে?’’ অর্জুন জবাব দেন, ‘‘সোনম আমার সবচেয়ে প্রিয়। আমরা একই বয়সী। একই স্কুলে পড়েছি। আর প্রথম থেকেই আমি ওর বিষয়ে খুব প্রোটেকটিভ।’’

আরও পড়ুন, ‘ডিভোর্সের পর সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় তৈরি হয়েছে’

Advertisement

অর্জুন আরও জানান, সিনেমার প্রতি ভালবাসা, ক্রমাগত দর্শকদের আনন্দ দেওয়ার ইচ্ছেটা তিনি কপূর পরিবারের মধ্যে থেকেই পেয়েছেন। ভাল সিনেমা তৈরির ইচ্ছের বীজও পরিবারের মধ্যেই লুকিয়ে ছিল। অনেক ঝড়ঝাপ্টা সামলেও কপূর পরিবারের সদস্যরা একত্রিত থাকেন। অর্জুন সেই কোয়ালিটির কথাও প্রকাশ্যে শেয়ার করেছেন। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে আনিস বাজমি পরিচালিত অর্জুনের পরবর্তী ছবি ‘মুবারকা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement