FIFA 2022

বলিউড যখন মেসির আর্জেন্টিনা! বরুণ থেকে অর্জুন, ফুটবল-জ্বরে সবাই এখন কাতারে

মন বলছে আর্জেন্টিনা। এ দিকে ফ্রান্সের এমবাপের খেলাও দেখা চাই। বিশ্বকাপ ফুটবলের শেষ দিন চুটিয়ে উপভোগ করতে কাতার পৌঁছে গেলেন বলিতারকারা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩
Share:

বলিউড যখন মেসির আর্জেন্টিনা! বরুণ থেকে অর্জুন, সবাই ফুটবলজ্বরে ছবি:ইনস্টাগ্রাম

নজর এখন বিশ্বকাপের ফাইনালে। ফুটবল-জ্বরে কাঁপছে বলিউডও। দফায় দফায় কাতারে যাচ্ছেন তারকারা। কে কোন দলের সমর্থক? যত সময় এগিয়ে আসছে নিজেরাই দেখা দিলেন জার্সিতে। আর্জেন্টিনার সাদা-নীলেই বেশির ভাগ। মেসির দল জিতলে খুশি হবেন বরুণ ধবন থেকে শুরু করে শাহরুখ খান।

Advertisement

রবিবার ছোট্ট ভিডিয়ো পোস্ট করলেন অর্জুন কপূর। পিঠে ১০ লেখা লিওনেল মেসির জার্সি তাঁর হাতে। সেটিকেই ঘুরিয়ে-ফিরিয়ে দেখাচ্ছেন অভিনেতা। মুখে জয়ের হাসি। আবহে চলছে খেলার মাঠের শোরগোল, সঙ্গে বিশকাপের থিম গান। ক্যাপশনে লিখেছেন, “তোমার জন্যই প্রার্থনা মেসি। আর কারও নয়, বিশ্বকাপ তোমারই প্রাপ্য।”

অন্য দিকে, বরুণ ধবন একেবারে আর্জেন্টিনার জার্সি গায়ে নেমে গিয়েছেন খেলতে। দূরে সমুদ্র। পায়ে বল নিয়ে শূন্যে উঠে গিয়েছেন বরুণ। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত বালির উপরে তোলা। সমুদ্রসৈকতে তাঁর ফুটবল খেলার একাধিক মুহূর্ত পোস্ট করেছেন। সঙ্গে রেখেছেন প্রশ্ন, “তোমরা কার দলে?” উত্তরে মেসির পক্ষেই উচ্ছ্বাস, ভরে গিয়েছে অভিনেতার মন্তব্যবাক্স।

Advertisement

শনিবার সন্ধ্যায় শাহরুখ খানও ‘আস্ক মি এনিথিং’ চলাকালীন জানিয়েছেন, হৃদয় জুড়ে তাঁরও মেসি। তবে এমবাপের খেলা দেখতেও মন্দ লাগে না!

বিশ্বকাপের উদ্বোধনের আগেই কাতারে উড়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সমাপ্তি অনুষ্ঠানে নাচের জন্য প্রস্তুত নোরা ফতেহি। তা ছাড়াও অনেক বলিউড তারকা বর্তমানে কাতারে রয়েছেন। সকাল সকাল পৌঁছে গিয়েছেন রণবীর সিংহ। কার্তিক আরিয়ানও কাতারের বোর্ডিং পাসের ঝলক ভাগ করে নিয়েছেন দুপুরে।অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, “ফুটবল হল প্যাশন, ফাইনালে দেখা হচ্ছে।” ফাইনাল দেখতে পৌঁছে গিয়েছেন ফুটবল অনুরাগী করিশ্মা কপূরও। যেন গোটা বলিউড এখন আর্জেন্টিনার সাদা-নীলে ভাসছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন