Entertainment news

সেল্‌ফির ভয়ে টয়লেটে অর্জুন রামপাল!

বলিউডের পার্টি মানেই সেল্‌ফি’র ছড়াছড়ি। তাবড় তাবড় ফিল্মস্টার থেকে ডেইলি স্যোপ’স্টার। ইন্সটাগ্রাম থেকে ফেসবুক ভরে উঠছে সেল্‌ফিতেই। সেল্‌ফি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যদি আপনি ‘সেল্‌ফি-ম্যানিয়াক’দের পাল্লায় পড়েন কখনও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ১০:২৫
Share:

ফাইল চিত্র।

বলিউডের পার্টি মানেই সেল্‌ফি’র ছড়াছড়ি। তাবড় তাবড় ফিল্মস্টার থেকে ডেইলি স্যোপ’স্টার। ইন্সটাগ্রাম থেকে ফেসবুক ভরে উঠছে সেল্‌ফিতেই। সেল্‌ফি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যদি আপনি ‘সেল্‌ফি-ম্যানিয়াক’দের পাল্লায় পড়েন কখনও।

Advertisement

যেমন পড়েছিলেন অর্জুন রামপাল! কার পাল্লায় পড়লেন তিনি?

ঊর্বশী রাউতেলা!

Advertisement

ঊর্বশী কে ‘সেল্‌ফি-ম্যানিয়াক’ বললেও খুব ভুল বলা হবে না। তা ওনার ইন্সটাগ্রাম দেখলেই বোঝা যায়। সম্প্রতি তিনি বিনা আমন্ত্রণেই হাজির হয়েছিলেন মণীশ মালহোত্রার জন্মদিন উপলক্ষে কর্ণ জোহরের এক পার্টিতে। এ হেন অভ্যাস নায়িকার সাম্প্রতিক নয়। সেল্‌ফিতে তিনি সিদ্ধহস্ত! ঘুরে ঘুরে পার্টিতে ছবি তুলতে তিনি মাহির। সূত্র বলছে এ হেন এক পার্টিতে দেখা হয় অর্জুন রামপালের সঙ্গে।

একটা সেলফি তোলার অনুরোধও জানান ঊর্বশী। অর্জুনেরও ‘সাদা মনে কাদা নেই’। তোলাও হয় সে সেল্‌ফি। এ অবধি ঠিকই ছিল।

তারপর যেই অর্জুন পার্টিতে অন্যদের সঙ্গে আলাপচারিতার জন্য পা বাড়িয়েছেন অন্যত্র। পিছনে ফিরতেই দেখেন লাস্যময়ী ঊর্বশী ম্যাডাম কিছুতেই পিছু ছাড়ছেন না!

তাঁকে জিজ্ঞেস করেন ‘‘আপনি কি আরও সেল্‌ফি তুলতে চাইছেন?’’

ঊর্বশীর কাছে এ যেন মেঘ না চাইতেই জলের মতো। অতঃপর আরও হয় সেল্‌ফি।

বেশ কয়েকটির পর অর্জুন ভাবেন এ বারের মত ‘সেল্ফি’ শেষ হল। এবং মনে করেন ঊর্বশী তাঁকে এ যাত্রায় মুক্তি দিলেন। তা কিন্তু হয়নি! তার পরেও যখন ঊর্বশী সেল্‌ফির জন্য রামপালের পিছু নেন একরকম পালিয়েই টয়লেটে ঢুকে শক্ত করে বন্ধ করে দেন দরজা তিনি। বসে থাকেন প্রায় মিনিট দশেক। তারপর উঁকি দিয়ে দেখেন ঊর্বশী নেই! তারপরেই বাইরে এসে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ছাড়েন।

সূত্র বলছে ওই পার্টিতে এই রকমই কাণ্ড তিনি জ্যাকলিন’র সঙ্গেও করেন।

আরও পড়ুন: আগামী ১৪ ডিসেম্বর ‘বোন’কে বিয়ে করছেন আমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement