বাবার মতো বলিউডে আরমান রাশিদ খান। ছবি: ফেসবুক।
‘আও গে যব তুম সজনা’ কিংবা ‘ঝিনি রে ঝিনি’। গানগুলো বেজে উঠলে দর্শক-শ্রোতা চিনে ফেলেন গায়ককে। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাশিদ খানের কণ্ঠে এ রকম বেশ কিছু বলিউডি গান যেন অন্য মাত্রা পেয়েছে। এ বার সেই পথে হাঁটতে চলেছেন তাঁর ছেলে আরমান খান। মঙ্গলবার মুম্বই থেকে ফিরে তিনি কথা বললেন আনন্দবাজার ডট কম-এর সঙ্গে। জানালেন, বাবার মতো তিনিও হিন্দি ছবির গানের দুনিয়ায় পা রাখলেন।
বলিউডের সঙ্গীত পরিচালকেরা রাশিদ-পুত্রকে পেয়ে কী বলছেন? “কণ্ঠস্বরে বাবার সঙ্গে মিল পাচ্ছেন অনেকে। বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতে। গায়কিতে স্বকীয়তা আছে, এও জানিয়েছেন তাঁরা। প্রথম গেলাম। প্রথম দিন থেকে আপন করে নিয়েছেন। কাজ করে ভাল লাগল”, বক্তব্য তাঁর।
কোন ছবিতে কণ্ঠ দিলেন, সে কথা এখনই জানাতে পারছেন না আরমান। কারণ, তিনি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। বিশাল মিশ্রের সুরে গেয়েছেন, এ কথা জানিয়েছেন। কোন নায়কের ঠোঁটে শোনা যাবে আপনার গান? আরমানের কথায়, “কারও হয়ে কণ্ঠ দিইনি। আমার গান নেপথ্যে বাজবে। তবে আদ্যন্ত প্রেমের গান গেয়েছি।” প্রসঙ্গত, ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘গৃহপ্রবেশ’ ছবিতেও তাঁর গান একই ভাবে ব্যবহৃত হয়েছে। এই ছবি দিয়েই নেপথ্যশিল্পী হিসাবে ছবিতে গাওয়ার হাতেখড়ি তাঁর। তিনি ছাড়াও ছবিতে গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ।