Entertainment News

অর্পিতার মুকুটে নতুন পালক, কী জানেন?

২০১৭-এ মুক্তি পেয়েছে ওনির পরিচালিত ‘শব্‌’। সেখানে অর্পিতার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। লুক নিয়েও এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৭:৪৯
Share:

অর্পিতা চট্টোপাধ্যায়। ছবি: টুইটারের সৌজন্যে।

অভিনয়ের জন্য এর আগে বহু প্রশংসা পেয়েছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কারও। এ বার তাঁর মুকুটে যোগ হল এক নতুন পালক। তিনি অর্পিতা চট্টোপাধ্যায়

Advertisement

বলিউড ডেবিউ ছবি ‘শব্’-এর জন্য ‘বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ড ২০১৮’ পেলেন অর্পিতা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। স্বভাবতই খুশি নায়িকা।

২০১৭-এ মুক্তি পেয়েছে ওনির পরিচালিত ‘শব্‌’। সেখানে অর্পিতার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। লুক নিয়েও এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন, দিতিপ্রিয়া মাধ্যমিকে কত পেল জানেন?

এ ছবির চিত্রনাট্য ২০০০ এ লেখা। তবে বোল্ড লাভ মেকিং দৃশ্যের জন্য ওনিরকে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। প্রথমে ভেবেছিলেন সঞ্জয় সুরি আর রবিনা টন্ডনকে নিয়ে ছবি করবেন। কিন্তু প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বাড়ির সিঁড়িতে হোয়াইট শার্ট আর ব্লু জিনসের অর্পিতাকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখনই কাস্ট করে ফেলেন তাঁকে। ওনির যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝিয়ে দিয়েছেন আপামর দর্শক।

এ ছবির চিত্রনাট্য ২০০০ এ লেখা। তবে বোল্ড লাভ মেকিং দৃশ্যের জন্য ওনিরকে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। প্রথমে ভেবেছিলেন সঞ্জয় সুরি আর রবিনা টন্ডনকে নিয়ে ছবি করবেন। কিন্তু প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বাড়ির সিঁড়িতে হোয়াইট শার্ট আর ব্লু জিনসের অর্পিতাকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখনই কাস্ট করে ফেলেন তাঁকে। ওনির যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝিয়ে দিয়েছেন আপামর দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement