Hero Alom

হিরো আলমের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ, কড়া পদক্ষেপ বাংলাদেশের অভিনেতার বিরুদ্ধে

প্রাক্তন স্ত্রীকে মারধর, খুনের চেষ্টার অভিযোগ উঠেছে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা হিরো আলমের বিরুদ্ধে। এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৪৭
Share:

গ্রেফতারি পরোয়ানা জারি হিরো আলমের বিরুদ্ধে। —ফাইল চিত্র।

আবার বিতর্কে জড়ালেন বাংলাদেশের ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বাংলাদেশের হাতিরঝিল থানার একটি মামলায় বুধবার, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াগিদুজ্জামান এই পরোয়ানা জারির আদেশ দেন। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রের খবর, আলমের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, ভয় দেখানোর অভিযোগ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রিয়া মণি। গত ২৩ জুন আলমের বিরুদ্ধে এই মামলা করেন তিনি।

Advertisement

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মণির দাবি, অভিযুক্ত জামিনের শর্ত ভেঙেছেন। তিনি আদালতে হাজিরা দিচ্ছেন না। তাই বাতিল করা হয় আলমের জামিনের আবেদন এবং জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

মামলার অভিযোগে কী বলা হয়েছে? হিরো আলমের বিরুদ্ধে রিয়ার অভিযোগ, পারস্পরিক মনোমালিন্যের জেরে তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন আলম। পরে সমস্যার সমাধানের জন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই রিয়াকে নাকি অত্যন্ত গালিগালাজ করা হয়েছিল। রিয়ার আরও দাবি, তাঁকে লাঠি দিয়ে মারধরও করা গয়েছিল। এমনকি, তাঁর গলার সোনার হারও নাকি চুরি করে নিয়ে যান আলম। এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement