Hero Alom

স্ত্রীয়ের সঙ্গে মান-অভিমান মিটল! হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী বললেন বাংলাদেশের হিরো আলম?

বৃহস্পতিবার সকালে ছড়িয়েছিল খবরটা। আচমকাই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন হিরো আলম। এখন কেমন আছেন বাংলাদেশের ইউটিউবার?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৭:৩৪
Share:

কী বললেন হিরো আলম? ছবি: সংগৃহীত।

স্ত্রী রিয়া মণির সঙ্গে ঝগ়়ড়া। অন্য পুরুষের সঙ্গে কক্সবাজারে রিয়াকে হাতেনাতে ধরেছিলেন বাংলাদেশের হিরো আলম। সেই ঝামেলার পরে আচমকাই আসে খবর। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। এখন কেমন আছেন তিনি? আনন্দবাজার ডট কমকে আলম বললেন, “আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আগের থেকে অনেকটাই ভাল আছি। স্ত্রীয়ের সঙ্গে ঝামেলার জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম।” রিয়ার সঙ্গে তাঁর ঝগড়া কি মিটল? বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর জানালেন, আশা করছেন খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। তিনি যোগ করেন, “আমার সঙ্গে ঝগড়া করে অন্য একজনের সঙ্গে চলে গিয়েছিল শুটিং করতে। কিন্তু এখন রাগ কমেছে। কিছু দিন আলাদা ছিলাম আমরা। এখন আবার একসঙ্গে থাকব।”

Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগে এক সাংবাদিক বৈঠকে কী বলেছিলেন আলম? বলেছিলেন, “আমি রিয়া মণিকে ফোন করে জিজ্ঞেস করি, তুমি কোথায়? সে বলল আমার ভাইয়ের বাড়িতে। তখন আমি ভিডিয়ো কল করেছিলাম। দেখি কিছুতেই ধরছে না। আমায় এ দিকে বলেছিল, ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু দেখা গেল, সে আছে কক্সবাজারে। আমার লোকজন আছে সেখানে। তাদেরকে আমি পাঠিয়েছিলাম। তারাই হোটেলে গিয়ে বিস্তারিত সবটা বলে। রুম নম্বর, ভিডিয়ো। এর পর আমি মামলা করি।” তবে এ সব সত্ত্বেও বিবাদ মিটিয়ে আবারও সংসার করতে রাজি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement