Tollywood News

বনগাঁর দেবরাজ এখন ঋত্বিকের জুড়িদার! পর্দার ভীমের কোন যাত্রার কথা শোনালেন অভিনেতা?

অভিনেতা দেবরাজ ভট্টাচার্যকে অনেক ছবি এবং ওয়েব সিরিজ়ে দেখেছেন দর্শক। তাঁর কণ্ঠে মুগ্ধ শ্রোতা। বনগাঁ থেকে কী ভাবে এলেন তিনি কলকাতায়?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৭:০৭
Share:

কী বললেন অভিনেতা দেবরাজ ভট্টাচার্য? ছবি: সংগৃহীত।

ভীম সর্দার। ছোটখাটো চেহারা। মুখে একগাল দাড়ি। কথায় একটু গ্রাম্য টান। শহুরে আদবকায়দা জানা নেই। তবে শেখার অদম্য চেষ্টা আছে। ঠিক এমনই একটি চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়েছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সৌজন্য ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’। ঋত্বিক চক্রবর্তী আর দেবরাজ ভট্টাচার্যের জুটি তখনই দর্শকের নজর কেড়েছিল। এ বার ভীম এবং অচিন্ত্য আসছে নতুন ভাবে। বনগাঁর ছেলে দেবরাজ কী ভাবে এলেন ছবির জগতে?

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেতা বললেন, “মাস্টার ডিগ্রি পড়ার সূত্রে আমার কলকাতায় আসা। বনগাঁয় থাকাকালীন নাটকের চর্চার শুরু। আমার শিক্ষক ছিলেন বিভাস রায়চৌধুরী, গৌতম মৃধা।” কলকাতার মিনার্ভা রেপার্টরি নাট্যদলের সঙ্গে বহু দিন ধরে যুক্ত ছিলেন দেবরাজ। তার পর ২০১৯ সাল থেকে ক্যামেরার সামনে কাজ শুরু তাঁর। অভিনেতা তথা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু তিনি। একই গানের দলে গান-বাজনা করেন তাঁরা।

দেবরাজ বললেন, “বিবাহ অভিযান ছবির মাধ্যমে পর্দায় হাতেখড়ি আমার। মঞ্চে নাটকের সময় এখন একটু কম পাই। ভীম চরিত্রের যে মজা রয়েছে সেটা চিত্রনাট্য পড়েই বুঝেছিলাম। নতুন পর্বে আরও মজা পাবেন দর্শক। অচিন্ত্যের সঙ্গে সমীকরণ আরও সহজ হয়েছে। এখন সে তার বাড়ির সদস্য।” মফস্সলের ছেলে হিসাবে টলিপাড়ায় নিজেকে প্রতিষ্ঠা করা কি এখন সহজ? অভিনেতা বললেন, “আমি যে পর পর কাজ করছি তা নয়। অন্তত তা বুঝতে পারছি না। তবে জনসংযোগের বিষয়টা এতটা বুঝি না আমি। বিরসাদা আমায় ম়ঞ্চে দেখেছিলেন, সেখান থেকে কাজ পাই।” অনির্বাণের সঙ্গে দেবরাজের বন্ধুত্ব মঞ্চ থেকে। অভিনেতা বললেন, “অনির্বাণের মতো বন্ধু পেয়েছি বলে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে। ওর কাজে আমায় প্রয়োজন মনে হলে সব সময় বলে। তবে বাকিরা যে অনেকে সুযোগ দিয়েছেন তা বলব না। তাই প্রতিষ্ঠিত হওয়া কি সত্যিই সহজ, সেই উত্তর দেওয়া কঠিন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement