New Bengali Serial

সুশান্তের নতুন ধারাবাহিকে জোড়া নায়িকা আরাত্রিকা,শ্রুতি,নায়ক হিসাবে দেখা যাবে কোন অভিনেতাকে?

সুশান্ত দাস প্রযোজিত, পরিচালিত নতুন ধারাবাহিকে দেখানো হবে দুই বোনের গল্প। সেই কাহিনি কি মোড় নেবে ত্রিকোণ প্রেমে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৫:২৮
Share:

আরাত্রিকা, শ্রুতির নতুন নায়ক কে?

ছোট পর্দায় গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটি নিয়ে অনেক সময়েই আলোচনা হয়েছে। এই জুটির ‘ত্রিনয়নী’, ‘রাঙা বউ’ টিআরপি তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছিল। আবারও সেই ছোট পর্দায় ফিরছেন নায়িকা। সুশান্ত দাসের আগামী ধারাবাহিকে দেখা যাবে শ্রুতিকে। প্রশ্ন হল, এই কাহিনিতেও কি গৌরবের বিপরীতে দেখা যাবে তাঁকে? এই গল্পে শ্রুতিরা দুই বোন। অন্য বোনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। দুই বোনের চরিত্র জানার পরে অনেকের মনে প্রশ্ন, তা হলে কি এই ধারাবাহিকে জোড়া নায়ক? সম্প্রতি শোনা গিয়েছিল এই ধারাবাহিকের জন্য প্রযোজনা সংস্থার তরফে প্রথম পছন্দ ছিলেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্র বলছে, এই ধারাবাহিকে অভিনয় করছেন না তিনি। তা হলে কোন নায়ককে দেখা যাবে এই কাহিনিতে?

Advertisement

নতুন ধারাবাহিকের নায়ক অভিষেক বীর শর্মা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় প্রযোজক, পরিচালক সুশান্ত দাসের সঙ্গে। তিনি বললেন, “এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। আগে ‘সোহাগ চাঁদ’, ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে দেখেছে দর্শক। দুই বোনের গল্পে কোনও ত্রিকোণ প্রেম নেই। আরাত্রিকা আর শ্রুতিকে অন্য ভাবে পাবে দর্শক।” দুই নায়িকা ইতিমধ্যে বড় পর্দায় অভিনয় করেছেন। শ্রুতিকে দর্শক দেখেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘আমার বস’ ছবিতে। আর আরাত্রিকা ইতিমধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং সেরেছেন। এখনও যদিও বড় পর্দায় মুক্তি পায়নি এই ছবি। আগামী ১৭ অগস্ট থেকে শুরু হবে ধারাবাহিকের শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement