Ozzy Osbourne

১৭টি পোষ্য বিড়ালকে হত্যা! মাদক নিয়ে কী অবস্থা হয়েছিল প্রয়াত শিল্পী ওজ়ি ওসবর্নের?

৭৬ বছর বয়সে মৃত্যু হয়েছে ওজ়ির। জীবনের বেশির ভাগ সময়ই তিনি ডুবে ছিলেন মাদকে। ১৯৮০ সালে নিজের পরিবারের ১৭টি বিড়ালকে হত্যা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৯
Share:

১৭টি বিড়ালকে হত্যা করেছিলেন ওজ়ি। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার প্রয়াত হয়েছেন মেটাল সঙ্গীতশিল্পী ওজ়ি ওসবোর্ন। শোকের ছায়া সঙ্গীতপ্রেমীদের মধ্যে। কিন্তু এই সময়ও চর্চায় উঠে আসছে ওজ়ির বিতর্কিত জীবন। এক সময়ে মাদকাসক্ত হয়ে থাকতেন তিনি। নেশা এমন প্রভাব ফেলেছিল, যে ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেও হাত কাঁপেনি তাঁর। জানা গিয়েছে, মাদকাসক্ত হয়ে নিজের বা়ড়ির ১৭টি পোষ্য বিড়ালকে গুলি করে হত্যা করেছিলেন ওজ়ি।

Advertisement

৭৬ বছর বয়সে মৃত্যু হয়েছে গায়কের। জীবনের বেশির ভাগ সময়ই তিনি ডুবে ছিলেন মাদকে। ১৯৮০ সালে নিজের পরিবারের ১৭টি বিড়ালকে হত্যা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে সেই দায় স্বীকার করেছিলেন ওজ়ি নিজেই। মাদকের সঙ্গে দীর্ঘ দিনের যুদ্ধে সেই ঘটনা নাকি তাঁর জীবনের মোড় ঘুরিয়েছিল। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন ওজ়ি।

১৯৮০ সালে প্রথম স্ত্রী থেলমা রাইলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওজ়ির। এর পরে শ্যারন ওসবোর্নকে বিয়ে করেন। ৪০ বছরের দাম্পত্য তাঁদের। দ্বিতীয় বিয়ের কয়েক দিনের মধ্যেই এই বিড়াল হত্যার ঘটনাটি ঘটে। এই ঘটনার সময়ে তাঁর বাড়িতে স্ত্রী ছিলেন না। বাড়ি ফেরার পরে শ্যারন দেখেছিলেন, পিয়ানোর নীচে বসে আছেন ওজ়ি। তাঁর এক হাতে বন্দুক, আর এক হাতে ছুরি।

Advertisement

ওজ়ি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, “আমি মাদকে ডুবে ছিলাম। মাদকাসক্তির অন্তিম পর্যায় পৌঁছনোর পরে আমাদের সব বিড়ালকে আমি গুলি করে মেরে ফেলি। ১৭টা বিড়াল ছিল আমাদের। সবাই শেষ হয়ে যায়।” মঙ্গলবার ওজ়ির পরিবারের পক্ষ থেকেই মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement