অভিনয়ে আসছেন শাহরুখের ছেলে?

বাবা তো বিখ্যাত বটেই। তাঁর টিনএজার ছেলেও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকতেই পছন্দ করেন। তিনি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ০০:৫৫
Share:

বাবা তো বিখ্যাত বটেই। তাঁর টিনএজার ছেলেও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকতেই পছন্দ করেন। তিনি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনও বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পেজ থ্রি-তে জায়গা করে নেন। এ বার আরিয়ানের নতুন ‘গথিক লুক’ উঠে এসেছে চর্চায়।

Advertisement

সম্প্রতি আরিয়ানের লেদার জ্যাকেট পরা একটি ছবি নিয়ে জোর আলোচনা চলছে ওয়েব দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে ঘন কাজল পরে রয়েছেন তিনি। গথিক স্টাইলে বেশ মানিয়েছে শাহরুখ-পুত্রকে। বলিউডে জোর গুঞ্জন চলছে, তবে কি বাবার মতোই অভিনয়ে আসতে চলেছেন তিনি? তারই আগাম প্রচারের জন্যই কি নয়া লুকের ছবি শেয়ার করেছেন আরিয়ান? যদিও এ প্রশ্নের সদুত্তর এখনও পাওয়া যায়নি। তবে বলিউডের একাংশ মনে করছেন, ভবিষ্যতে শাহরুখের মতোই অভিনয়কেই পেশা হিসেবে নেবেন আরিয়ান। এটা তারই আগাম ইঙ্গিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement