Shubman Gill

আবার চোট শুভমনের, ঘাড়ের পর এ বার পা নিয়ে সমস্যায় ভারতের সহ-অধিনায়ক, বিশ্বকাপের আগে নতুন উদ্বেগ ভারতের

কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু আবার নতুন করে চোট পেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

শুভমন গিলকে নিয়ে উদ্বেগ কিছুতেই কাটছে না। এ বার পায়ে চোট পেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

Advertisement

কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের ওপেনার। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই চোট সারিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে মাঠে ফিরেছিলেন তিনি। প্রথম তিনটি ম্যাচ খেলেওছেন। কিন্তু আবার নতুন করে চোট পেলেন তিনি।

কী ভাবে এই চোট পেলেন তা জানা যায়নি। যেহেতু লখনউয়ে ঘন কুয়াশার কারণে টস বিলম্বিত হচ্ছে, তাই ভারতীয় দলের পক্ষে সরকারি ভাবে কিছু জানানোও হয়নি। কিন্তু সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না শুভমন। খেলা যদি শুরু হয়, তা হলে শুভমনের জায়গায় ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে।

Advertisement

এই সিরিজ়ে শুভমন তিনটি ম্যাচে মাত্র ৩২ রান করেছেন। কটকে চার রান করে আউট হন। এরপর মুল্লানপুরে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়ে যান। ধর্মশালায় তিনি ২৮ রান করে ফর্মে ফেরার কিছুটা লক্ষণ দেখিয়েছিলেন। সিরিজে তাঁর গড় ১০.৬৬ ​​এবং স্ট্রাইক রেট ১০৩.২২। এই বছরটাও ভাল যায়নি শুভমনের। ১৫টি ম্যাচে মাত্র ২৯১ রান করেছেন। গড় ২৪.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৭.২৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement