ICC Rankings

টি-টোয়েন্টি ক্রিকেটে নজির বরুণের, বুমরাহের রেকর্ড ভাঙলেন কেকেআর স্পিনার

আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছেন বরুণের চক্রবর্তী। প্রথম ১০-এ ভারতের আর কোনও বোলার নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে জসপ্রীত বুমরাহের নজির ভেঙে দিলেন বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার এখন ২০ ওভারের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে বরুণের নাম। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের জেকব ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯। ডাফির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বরুণ। ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান।

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছিল, তাতে বুমরাহের রেটিং পয়েন্ট ছিল ৭৮৩। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে এত দিন সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল সেটাই। বুধবার তাঁকে টপকে গেলেন বরুণ। প্রায় আট বছরের রেকর্ড ভেঙে তৈরি করলেন নতুন নজির। ক্রিকেটজীবনের সেরা রেটিং পয়েন্ট কেকেআর স্পিনারকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

Advertisement

তালিকায় প্রথম ১০-এ আরও কোনও ভারতীয় বোলার নেই। ভারতীয়দের মধ্যে বরুণের পর দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষর পটেল। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকায় ১৩তম স্থানে রয়েছেন। অর্শদীপ সিংহ ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকায় ১৬তম স্থানে। ভারতীয় বোলারদের মধ্যে তিনি তৃতীয়। চার ধাপ এগিয়ে এসেছেন অর্শদীপ। উল্লেখ্য, তালিকায় প্রথম ১৫ জনের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement