প্রয়াত আশা ভোঁসলের ছেলে হেমন্ত

প্রয়াত হলেন আশা ভোঁসলের ছেলে হেমন্ত ভোঁসলে। সোমবার স্কটল্যান্ডে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে ৬৬বছর বয়সে থেমে গেল জীবনের লড়াই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৫
Share:

প্রয়াত হলেন আশা ভোঁসলের ছেলে হেমন্ত ভোঁসলে। সোমবার স্কটল্যান্ডে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে ৬৬বছর বয়সে থেমে গেল জীবনের লড়াই।

Advertisement

সুরকার হিসাবে মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ছিলেন হেমন্ত। তাঁর সুরে আশার গাওয়া জনপ্রিয় গান ‘ইয়ে ক্যায়সি প্রিয়া’, ‘শারদ সুন্দর’। বলিউডেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে হেমন্তের। তাঁর মৃত্যুর সময় সিঙ্গাপুরে অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন আশা। সে সময় তাঁর সামনে প্রায় পাঁচ হাজার মুগ্ধ দর্শক। জমাটি পারফরম্যান্স শেষ করার পরই আশাকে হেমন্তের মৃত্যুর খবর দেওয়া হয়। গতকালই ছিল লতা মঙ্গেশকরের জন্মদিন। হেমন্তের মৃত্যুর খবর আসার পরই বন্ধ করে দেওয়া হয় সব সেলিব্রেশন।

২০১২-তে আশা হারিয়েছেন তাঁর মেয়ে বর্ষা ভোঁসলেকে। অবসাদের শিকার হয়ে মুম্বইতে আত্নহত্যা করেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন