আশার জীবনী

কর্ণ জোহর, রেখা, ঋষি কপূরের পর এবার আশা পারেখও! তাঁর জীবনী বের হতে ক’দিনের মাত্র অপেক্ষা! ষাট-সত্তর দশকের এই গ্ল্যামার-কুইনকে নিয়ে বইটি লিখছেন খালিদ মহম্মদ।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৩৭
Share:

কর্ণ জোহর, রেখা, ঋষি কপূরের পর এবার আশা পারেখও! তাঁর জীবনী বের হতে ক’দিনের মাত্র অপেক্ষা! ষাট-সত্তর দশকের এই গ্ল্যামার-কুইনকে নিয়ে বইটি লিখছেন খালিদ মহম্মদ। নাম দিয়েছেন, ‘দ্য হিট গার্ল’। এপ্রিলের ১০ তারিখ বইটির মোড়ক খুলে উদ্বোধন করতে দেখা যেতে পারে সলমন খানকে। শোনা যাচ্ছে, বইটির মুখবন্ধ লেখার ভারও দেওয়া হয়েছে সল্লুভাইকে। গোটা বলিউড জানে, সলমন-আশার সখ্যর কথা। পরিবার নিয়ে প্রায়ই সলমন চলে আসেন বান্দ্রায় আশাজির গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। সে তো হল, জোর গুজব, আত্মজীবনী লেখার এই ঝড়ে এবারে নাকি নাম লেখাতে চলেছেন দুই মেগা স্টার, শাহরুখ খান ও হৃতিক রোশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement