Jaya Bachchan

ছবিশিকারিদের বিরুদ্ধে ক্ষুব্ধ জয়া, প্রবীণ অভিনেত্রীর মন্তব্যে বিরক্ত পরিচালক অশোক, উগরে দিলেন ক্ষোভ

ছবিশিকারিদের সঙ্গে প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের সম্পর্ক যে অম্লমধুর তা প্রায় সকলেরই জানা। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন তিনি। আবার বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২
Share:

জয়া বচ্চনের বিরুদ্ধে কী মন্তব্য পরিচালক অশোক পণ্ডিতের? ছবি: সংগৃহীত।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ছবিশিকারিদের প্রতি বিরক্তি উগরে দেন অভিনেত্রী জয়া বচ্চন। যে ভাষায় অভিনেত্রী তাঁদের সম্বোধন করেন, তাতেই বেজায় চটেছেন পরিচালক অশোক পণ্ডিত। প্রবীণ অভিনেত্রীর এ হেন ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ তিনি। তাঁর দাবি, কারও পেশাকে এই ভাবে ছোট করতে পারেন না জয়া।

Advertisement

অশোক লেখেন, “ছবিশিকারিদের ঝাঁপিয়ে পড়ে ছবি তোলার প্রবণতা নিয়ে সমালোচনা করা এক জিনিস। কিন্তু তার জন্য চিত্রসাংবাদিকতার পেশাকে অপমান করা কি ঠিক? ইন্ডাস্ট্রির এমন অভিজ্ঞ সদস্যের থেকে শ্রেণিবৈষম্যমূলক মন্তব্য কাম্য নয়।” তিনি আরও যোগ করেন, “ছবিশিকারিদের জন্য জয়াজির এই মন্তব্য থেকে একটা অভিজাতসুলভ ঔদ্ধত্যের দুর্গন্ধ পাওয়া যায়।”

ঠিক কী বলেছিলেন জয়া? তিনি বলেন, “এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। সুতরাং ভাল করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?” বিরক্ত জয়া এ দিন নিজের বাবার প্রসঙ্গও টেনে আনেন।

Advertisement

জয়ার বাবা তরুণ ভাদুড়ী ছিলেন এককালের নামজাদা সাংবাদিক। এক জন সাংবাদিকের মেয়ে হিসাবে এই সংস্কৃতি তিনি মেনে নিতে পারছেন না। তাই বার বার প্রকাশ্যে নিজের বিরক্তি প্রকাশ করে ফেলেন জয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement