বলিউডে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত প্রযোজক

বি-টাউনে কাস্টিং কাউচের সমস্যা নতুন নয়। সম্প্রতি অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন ৩২ বছর বয়সি এক মহিলা। আলতাফ মার্চেন্ট নামে এক ব্যক্তি প্রযোজক পরিচয় দিয়ে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১০:০৮
Share:

বি-টাউনে কাস্টিং কাউচের সমস্যা নতুন নয়। সম্প্রতি অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন ৩২ বছর বয়সি এক মহিলা। আলতাফ মার্চেন্ট নামে এক ব্যক্তি প্রযোজক পরিচয় দিয়ে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

Advertisement

নির্যাতিতা জানিয়েছেন, ২০১৩ সালে এক বন্ধুর মাধ্যমে আলতাফের সঙ্গে তাঁর পরিচয় হয়। আলতাফ তাঁকে ছবিতে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ২০১৪-এর ফেব্রুয়ারিতে একদিন বান্দ্রায় আলতাফের বাড়িতে যান তিনি। সেখানে তখন অনেক উঠতি বয়সের ছেলে-মেয়েই বসে মাদক খাচ্ছিল। এই দৃশ্য দেখে তিনি অস্বস্তি বোধ করতে থাকেন। কিন্তু আলতাফ তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে জোর করে কোকেন খাইয়ে দেয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে জ্ঞান ফেরার পরেও ওই মহিলার মাথা ধরে ছিল এবং গোপনাঙ্গে ব্যথা ছিল। তিনি বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করেছে আলতাফ।

এরপর মুম্বই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি। কিন্তু আলতাফ রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ থাকার কথা বলে তাঁকে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। আলতাফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছে অভিযুক্ত।

Advertisement

আরও পড়ুন, মেয়েকে ধর্ষণ করুন, অনলাইন বিজ্ঞাপন মায়ের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement