Viral Video

১.০৮ লক্ষ টাকায় বিমানবন্দর থেকে পরিত্যক্ত ব্যাগ কিনেছিলেন, ভিতরে উঁকি দিতেই থ যুবক! ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যাগ খুলতেই স্কটের নজরে প্রথম পড়ে একটি আধখাওয়া সিগারেট। আর তা দেখেই অবাক হয়ে যান তিনি। এর পর তিনি ব্যাগের ভিতর কয়েকটি খুচরো টাকা, দু’টি সিম কার্ড দেখতে পান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:২১
Share:

ব্যাগ খুলে দেখছেন স্কট। ছবি: ইনস্টাগ্রাম।

বিমানবন্দরে ফেলে আসা দাবিহীন পরিত্যক্ত ব্যাগ কিনেছিলেন যুবক। তবে সেই ব্যাগের ভিতরে উঁকি দিতেই থ হয়ে গেলেন তিনি। হতবাক হয়ে গেলেন একেবারে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সি ওই যুবকের নাম স্কট ফেনসোম। বিমানবন্দরে ফেলে আসা পরিত্যক্ত, দাবিহীন ‘লাগেজ’ ব্যাগ কেনার অদ্ভুত শখের কারণে বর্তমানে সমাজমাধ্যমে পরিচিতি লাভ করেছেন তিনি। প্রায়ই বিভিন্ন বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ কিনতে যান তিনি। সেই ব্যাগের মধ্যে কী থাকে, তা ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে আপলোডও করেন। নেহাতই কৌতূহলের বশে ওই কাজ শুরু করলেও এখন এটাই তাঁর শখে পরিণত হয়েছে।

সম্প্রতি ১.০৮ লক্ষ টাকা দিয়ে সে রকমই একটি ব্যাগ কিনেছিলেন স্কট। কিন্তু সেই ব্যাগ খুলতেই হতবাক হয়ে যান তিনি। ইতিমধ্যেই সেই ব্যাগ এবং তার ভিতরে থাকা জিনিসপত্রগুলি ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেই ‌ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যাগ খুলতেই স্কটের নজরে প্রথম পড়ে একটি আধখাওয়া সিগারেট। আর তা দেখেই অবাক হয়ে যান তিনি। এর পর তিনি ব্যাগের ভিতর কয়েকটি খুচরো টাকা, দু’টি সিম কার্ড দেখতে পান। ব্যাগের অন্য একটি খোপ হাতড়ে জুতো, হেডফোন, এক জোড়া চশমা, দস্তানা এবং একটি নরম পানীয়ের খালি ক্যান পান স্কট। এর পর ব্যাগের ভিতরে একটি টিশার্ট, সুগন্ধি, জ্যাকেট, পুরোনো সংবাদপত্র, হোটেলের বিল এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক তারও খুঁজে পান তিনি। তবে ব্যাগের ভিতর থেকে মূল্যবান কিছু উদ্ধার করতে পারেননি স্কট। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভিডিয়োটি স্কট পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ইকমকিংস০’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। যুবকের অদ্ভুত শখ নিয়েও মশকরা করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement