(বাঁ দিকে) সানি লিওনি (ডান দিকে) আসরানী। ছবি: সংগৃহীত।
প্রায় ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানী। ২০ অক্টোবর প্রয়াত হয়েছেন অভিনেতা। জীবনে অনেক ধরনের ছবি করেছেন তিনি। তবে সানি লিওনির সঙ্গে ছবি করার অভিজ্ঞতা নাকি তাঁর সব থেকে খারাপ। পরে আক্ষেপ করে বলেছিলেন, ‘‘কেন যে এই সিনেমায় কাজ করলাম!’’
২০১৬ সালে সানির সঙ্গে ‘মাস্তিজ়াদে’ ছবিতে কাজ করেন অভিনেতা। ওই ছবিতে দ্বৈত চরিত্রে ছিলেন সানি। সেই সঙ্গে অভিনয় করেছিলেন তুষার কপূর ও বীর দাস। বক্সঅফিসে সে ভাবে সাড়া ফেলতে পারেনি এই প্রাপ্তবয়স্ক ঘরানার ছবি। এক সাক্ষাৎকারে আসরানী বলেন, ‘‘এই ছবি অত্যন্ত জঘন্য ও কুরুচিকর। আমি জানতাম না ছবিটা এ ভাবে তৈরি করা হবে।’’ আসরানী সেই সময় জানিয়েছিলেন, তাঁদের সময় এমন সব ছবি হত যেখানে সংলাপের দু’ধরনের মানে থাকত। কিন্তু বর্তমান সময় সবটাই শুধু ‘জামাকাপড় খুলে দাঁড়িয়ে পড়া’। অভিনেতা এও জানান, ভারতীয় দর্শক পারিবারিক ছবি দেখতে ভালবাসে। তাই এই ধরনের ছবি গ্রহণযোগ্য নয়।