Asrani

‘সিনেমাটা যে কেন করেছিলাম!’ সানি লিওনের সঙ্গে কাজ করার পর কী কারণে বিরক্তি প্রকাশ করেন আসরানী?

নীল ছবির জগত থেকে বলিউড পা রাখেন সানি লিওনি। বহু হিন্দি ছবিতে কাজ করেছেন। এক বার সানির সঙ্গে কাজ করে আক্ষেপ করেছিলেন আসরানী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৫:০১
Share:

(বাঁ দিকে) সানি লিওনি (ডান দিকে) আসরানী। ছবি: সংগৃহীত।

প্রায় ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানী। ২০ অক্টোবর প্রয়াত হয়েছেন অভিনেতা। জীবনে অনেক ধরনের ছবি করেছেন তিনি। তবে সানি লিওনির সঙ্গে ছবি করার অভিজ্ঞতা নাকি তাঁর সব থেকে খারাপ। পরে আক্ষেপ করে বলেছিলেন, ‘‘কেন যে এই সিনেমায় কাজ করলাম!’’

Advertisement

২০১৬ সালে সানির সঙ্গে ‘মাস্তিজ়াদে’ ছবিতে কাজ করেন অভিনেতা। ওই ছবিতে দ্বৈত চরিত্রে ছিলেন সানি। সেই সঙ্গে অভিনয় করেছিলেন তুষার কপূর ও বীর দাস। বক্সঅফিসে সে ভাবে সাড়া ফেলতে পারেনি এই প্রাপ্তবয়স্ক ঘরানার ছবি। এক সাক্ষাৎকারে আসরানী বলেন, ‘‘এই ছবি অত্যন্ত জঘন্য ও কুরুচিকর। আমি জানতাম না ছবিটা এ ভাবে তৈরি করা হবে।’’ আসরানী সেই সময় জানিয়েছিলেন, তাঁদের সময় এমন সব ছবি হত যেখানে সংলাপের দু’ধরনের মানে থাকত। কিন্তু বর্তমান সময় সবটাই শুধু ‘জামাকাপড় খুলে দাঁড়িয়ে পড়া’। অভিনেতা এও জানান, ভারতীয় দর্শক পারিবারিক ছবি দেখতে ভালবাসে। তাই এই ধরনের ছবি গ্রহণযোগ্য নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement