‌Zubeen Garg demise

কাটছে না ধোঁয়াশা! সিবিআই নিতে পারে জ়ুবিনের মৃত্যুর তদন্তভার? কী জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

হয়েছে দু’বার ময়নাতদন্তও। কিন্তু তার পরেও ধোঁয়াশা কাটেনি। তাই এ বার সিবিআই তদন্তের কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪
Share:

জ়ুবিনের মৃত্যুতদন্ত কি সিবিআই-এর হাতে উঠবে? কী জানালেন হিমন্ত বিশ্ব শর্মা? ছবি: সংগৃহীত।

সিবিআই-এর হাতে উঠতে পারে জ়ুবিন গার্গের মৃত্যুতদন্ত, জানিয়ে দিল অসম সরকার। ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর। তার পর থেকে উঠেছে নানা প্রশ্ন। হয়েছে দু’বার ময়নাতদন্তও। কিন্তু তার পরেও ধোঁয়াশা কাটেনি। তাই এ বার সিবিআই তদন্তের কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Advertisement

কী ভাবে লাইফ জ্যাকেট ছাড়া জলে নামলেন জ়ুবিন? কেন অসুস্থতা ভুলে গিয়ে এমন সিদ্ধান্ত নিলেন? এমন নানা প্রশ্ন উঠেছে। এই অবস্থায় এসআইটি-র (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) উপরে ভরসা রাখতে বলেছেন হিমন্ত। তাঁর দাবি, এই ঘটনার সঠিক বিচার হবে। তবে একটু ধৈর্য রাখতে হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে হিমন্ত বলেছেন, “এসআইটি যদি ব্যর্থ হয় এবং অসমের মানুষ যদি তদন্তে সন্তুষ্ট না হয়, তা হলে আমরা অবশ্যই তদন্তভার তুলে দেব সিবিআই-এর হাতে।”

Advertisement

এর মধ্যেই খবর ছড়িয়েছিল, জ়ুবিনের স্ত্রী গরিমা নাকি সরকারের কাছে একটি আর্জি জানিয়েছেন। জ়ুবিনের সমস্ত সমাজমাধ্যমের অ্যাকাউন্ট যেন সরকারের নিয়ন্ত্রণে চলে আসে— এই তাঁর আর্জি। কিন্তু হিমন্ত জানিয়েছেন, এমন কোনও আবেদন করেননি গরিমা। প্রয়াত গায়কের স্ত্রীর সঙ্গে সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন পুলিশ কমিশনার। বর্তমানে গরিমা ও গোটা পরিবারের একটিই দাবি— সুবিচার চাই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জ়ুবিনের মৃত্যুর তদন্তের জন্য অসম সরকার একটি এসআইটি গঠন করেছিল। এই দলে সেরা পুলিশ আধিকারিকেরা কাজ করছেন বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী। তাঁর বিশ্বাস, সব সত্য প্রকাশ্যে আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement