Zubeen Garg demise

জ়ুবিনের মৃত্যু ঘিরে অনেক প্রশ্ন, তাই দ্বিতীয় বার ময়নাতদন্তের সিদ্ধান্ত অসম সরকারের

গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হবে। ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০
Share:

ফের ময়নাতদন্ত জ়ুবিনের। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিল অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার।

Advertisement

গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হবে। ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জ়ুবিনের। সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল সহযোগী দলও। মৃত্যুর আগের রাতে তাঁরা পার্টি করেছিলেন এবং মদ্যপানের কথাও উঠে এসেছে। এমনকি স্কুবা ডাইভিং-এর সময়ে লাইফ জ্যাকেট পরেননি তিনি। কেন এমন গাফিলতি? প্রশ্ন উঠেছে। তাই নতুন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

অসমের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেছেন “সমাজমাধ্যমে একটি নতুন দাবি উঠেছে। সকলে নতুন করে ময়নাতদন্তের দাবি তুলেছেন। ওঁর (জ়ুবিন) পরিবারের থেকে অনুমতি নিয়ে তাই সরকার ফের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই ময়নাতদন্ত হবে।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে ফের প্রয়াত গায়কের শরীরে ‘কাঁচি’ চালানোর পক্ষপাতী নন তিনি। কিন্তু মানুষের প্রশ্নের উত্তর দিতে এবং যাতে কোনও রকমের রাজনৈতিক বিতর্ক না তৈরি হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দ্বিতীয় বার ময়নাতদন্তের পরে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, জলে নাকি ভয় পেতেন জ়ুবিন! তা সত্ত্বেও তাঁকে স্কুবা ডাইভিং করতে বলা হল কোন যুক্তিতে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর সঙ্গে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement