Zubeen Garg Death Investigation

জ়ুবিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা! তদন্তে অসম সরকার, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের?

‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ নামক যে অনুষ্ঠানে জ়ুবিন যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, তার আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে মারিগাঁও থানায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯
Share:

জ়ুবিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ছবি: সংগৃহীত।

শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের। ইতিমধ্যেই শেষ হয়েছে ময়নাতদন্ত। শনিবারই নয়াদিল্লিতে গায়কের দেহ পৌঁছোনোর কথা। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন জ়ুবিন। এই আবহে জানা যাচ্ছে, অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অসম সরকারের তরফে গায়কের মৃত্যুর তদন্তভার নেওয়া হয়েছে।

Advertisement

‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ নামক যে অনুষ্ঠানে জ়ুবিন যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, তার আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে মারিগাঁও থানায়। জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “অসম পুলিশ জ়ুবিন গার্গের মৃত্যুর তদন্ত করবে এবং শ্যামকানু ও সিদ্ধার্থ উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়াও, গায়কের শেষ মুহূর্তে যারা তাঁর সঙ্গে ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।” সমাজমাধ্যমে পোস্ট করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অসম পুলিশকে অনুরোধ করেছেন এফআইআর সংক্রান্ত সমস্ত নথি যেন তারা ‘সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’-এর হাতে তুলে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement