শাহরুখের অন্ধ ভক্ত আথিয়া

সিনে জগতে সলমন খান তাঁকে নিয়ে এসেছেন। কিন্তু সুনীল শেট্টির মেয়ে আথিয়ার জানালেন, তিনি শাহরুখ খানের অন্ধ ভক্ত। ‘হিরো’তে আথিয়াকে ‘লঞ্চ’ করছেন সলমন। তবে সলমন বা শাহরুখকে এই প্রথম দেখছেন না আথিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

সিনে জগতে সলমন খান তাঁকে নিয়ে এসেছেন। কিন্তু সুনীল শেট্টির মেয়ে আথিয়ার জানালেন, তিনি শাহরুখ খানের অন্ধ ভক্ত। ‘হিরো’তে আথিয়াকে ‘লঞ্চ’ করছেন সলমন। তবে সলমন বা শাহরুখকে এই প্রথম দেখছেন না আথিয়া। ছোটবেলা থেকেই এই স্টারদের সঙ্গে তাঁর ওঠাবসা। বাবা সুনীলের সঙ্গে গিয়েছিলেন ‘ম্যায় হুঁ না’র সেটে। সেখানেই আলাপ হয়েছিল শাহরুখের সঙ্গে। শাহরুখের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত আথিয়া বলছেন, এমন মানুষ সচরাচর দেখা যায় না। বলিউডে হালফিলে পা-রাখা সব নায়িকার মতো আথিয়া-ও বলছেন, তিন খানের সঙ্গে কাজ করতে চান। যে দিন সুযোগ মিলবে, সে দিন আর কোনও দিকে তাকাবেন না সুনীল-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement