Bollywood

গুড়গাঁওয়ে আতিফ আসলামের অনুষ্ঠান বাতিল

শফকত আমানত আলির পর এ বার গুড়গাঁওয়ে পাক গায়ক আতিফ আসলামের অনুষ্ঠানও বাতিল হয়ে গেল। ১৫ অক্টোবর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। উরি হামলার পরে অনির্দিষ্টকালের জন্য এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৯
Share:

শফকত আমানত আলির পর এ বার গুড়গাঁওয়ে পাক গায়ক আতিফ আসলামের অনুষ্ঠানও বাতিল হয়ে গেল। ১৫ অক্টোবর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। উরি হামলার পরে অনির্দিষ্টকালের জন্য এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Advertisement

অখিল ভারতীয় হিন্দু ক্রান্তি দলের তরফে গুড়গাঁওয়ের ডেপুটি কমিশনার টিএল সত্যপ্রকাশের সঙ্গে দেখা করে পাক গায়কের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়। দলের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়।

হিন্দু ক্রান্তি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব মিত্তল বলেন, ‘‘জেলা প্রশাসন আতিফ আসলামকে এখানে অনুষ্ঠান করতে ডাকলে আমরা তার বিরোধিতা করব। এখানে এই অনুষ্ঠান হলে অশান্তির জন্য দায়ী থাকবে প্রশাসন। পাকিস্তানি শিল্পীদের কোনও অনুষ্ঠান বা ফিল্ম এখানে আমরা চলতে দেব না।’’

Advertisement

উরি হামলার পরই পাক শিল্পীদের ভারত ছাড়তে হুমকি দেয় এমএনএস। তাদের সঙ্গে গলা মেলায় আরও বেশ কয়েকটি সংগঠন। হুমকির পরেই দেশ ছাড়েন ফাওয়াদ খান। যদিও পাক শিল্পীর তরফে দাবি করা হয়, ব্যক্তিগত কারণেই ভারত ছেড়েছেন তিনি। এর পরেই বেঙ্গালুরুতে বাতিল হয় পাক গায়ক শফকত আমানত আলির অনুষ্ঠান।

আরও পড়ুন...
পাক গায়ক শফকতের অনুষ্ঠান বাতিল

এ বার সবচেয়ে বড় দুর্গা নোয়াখালিতে

আমার দুর্গাপুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement