আয়ানের পছন্দ ক্যাটরিনা, আমনের নার্গিস ফকরি

এ শহর জানে তাঁদের প্রথম সব কিছু। তাঁদের দাবি অনেকটা সেরকমই। তাঁরা সরোদশিল্পী আমন আলি খান এবং আয়ান আলি খান। বইমেলায় ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’-এর মঞ্চে গতকাল ছিল তাঁদের অনুষ্ঠান। তার ফাঁকে আড্ডার মেজাজে ধরা দিলেন শিল্পীরা।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৬
Share:

এ শহর জানে তাঁদের প্রথম সব কিছু। তাঁদের দাবি অনেকটা সেরকমই। তাঁরা সরোদশিল্পী আমন আলি খান এবং আয়ান আলি খান। বইমেলায় ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’-এর মঞ্চে গতকাল ছিল তাঁদের অনুষ্ঠান। তার ফাঁকে আড্ডার মেজাজে ধরা দিলেন শিল্পীরা। আব্বা, ফ্লার্টিং, ক্যাটরিনা কইফ...সব কিছু নিয়ে খোলামনে কথা বললেন দুই সহোদর। গতকালের পর আজ পড়ুন সাক্ষাত্কারের শেষ অংশ।

Advertisement

কী খেতে সবচেয়ে ভালবাসেন আমন?

আমন: মায়ের হাতের যে কোনও রান্না আমার পছন্দের। আর সেকেন্ড চয়েস চাইনিজ।

Advertisement

আয়ান?

আয়ান: এটা ঠিক বলেছে আমন ভাই। মা যাই রান্না করে সেটাই দারুণ। আমি ইতালিয়ান ডিশও খুব পছন্দ করি।

মিউজিকের বাইরে আপনারা তো র‌্যাম্পেও দারুণ হিট। কেমিস্ট্রিটা কী?

আমন: আরে তেমন কিছু নয়।

শেয়ার করবেন না তাহলে?

আয়ান: না, না (হাসতে হাসতে) আপনারা বাড়িয়ে বলেন।

পছন্দের ফ্যাশন ডিজাইনার কে?

আমন: সব্যসাচী অসাধারণ। নিখিল-শান্তনুর কাজও ভাল লাগে।

আয়ান: রাইট। নিকিল শান্তনু ভাল কাজ করছে। রোহিত বালের কাজও ভাল।

ধরুন ফ্লার্ট করতে হবে। হু উইল বি ইয়োর লেডি লভ?

আমন: আরে আয়ানের বিয়ে হয়ে গিয়েছে। এটা বললে তো ওকে বাড়ি থেকে বের করে দেবে। (আয়ান ততক্ষণে মন দিয়ে ভাবতে শুরু করেছেন)।

আয়ান: আসলে কোনও একজনের নাম বলা খুব মুশকিল।

আমন: অনু অগ্রবালের নামটা বল না।

আয়ান: ক্যাটরিনা কইফ।

আমন আপনার পছন্দ?

আমন: (একটুও না ভেবে) নার্গিস ফকরি।

সামনে ভ্যালেন্টাইনস ডে। ফ্যানদের বিশেষত মহিলা ফ্যানদের জন্য কোনও মেসেজ?

আয়ান: নিজের মতো করে সেলিব্রেট করো। ভালবাসার কোনও আলাদা দিন হয় না।

আমন: (উত্তর দেওয়ার আগেই আয়ান বলে উঠলেন জিজ্ঞেস করুন ও কাকে গোলাপ পাঠাবে)। এ বার আমি কিছু বলি?

প্লিজ…

আমন: গার্লস হোয়াটস্ রং উইথ ইউ? স্টিল আই অ্যাম সিঙ্গল (হো হো হাসি)।

সাক্ষাত্কারের প্রথম অংশ পড়ুন: ‘অসহিষ্ণুতা ভোটব্যাঙ্কের জন্য তৈরি করা ইস্যু’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন