Deb Mukherjee’s prayer meet

‘এটা দুর্গাপুজো নয়’, বাবা দেব মুখোপাধ্যায়ের স্মরণসভায় কেন চটে গেলেন পুত্র অয়ন?

দেব মুখোপাধ্যায়ের স্মরণসভার অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন পুত্র অয়ন। সেখানেই ফোটোশিকারিদের ভিড় দেখে কী বললেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:৪০
Share:

বাবা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

দোলের দিন সকালেই বাবা দেব মুখোপাধ্যায়কে হারিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। রানি মুখোপাধ্যায় ও কাজলের দুর্গাপুজোয় মধ্যমণি হয়ে থাকতেন দেব মুখোপাধ্যায়। শুক্রবার প্রয়াত হয়েছেন তিনি। মুখোপাধ্যায় বাড়ির পুজোয় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাঁকে। কাজল ও রানির ছায়াসঙ্গী হয়ে থাকতেন দেব। মঙ্গলবার তাঁর স্মরণসভার আয়োজন করা হয় পরিবারের তরফে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন পুত্র অয়ন। সেখানেই ফোটোশিকারিদের ভিড় দেখে কী বললেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক?

Advertisement

অন্ধেরির ফিল্মওয়ালা স্টুডিয়োয় ছিল স্মরণসভা। সেখানে অয়ন ফটোশিকারিদের হুড়োহুড়ি দেখে বলেন, ‘‘এটা দুর্গাপুজো নয়, বরং ব্যক্তিগত অনুষ্ঠান।’’ ফটোশিকারিদের অনুরোধের সুরেই বলেন, ‘‘আজ আর ছবি তুলবেন না। কিছু মন্ত্রপাঠ হবে বসার জায়গা দিতে পারব না আপনাদের। আজকের দিনটা কিছু মনে করবেন না। আপনারা ছবি না পেলে আমরা দুঃখিত।’’

মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার তাঁর স্মৃতিতে ডুব দিলেন কাজল। সমাজমাধ্যমে আবেগঘন পোস্টে তিনি লিখলেন, “প্রত্যেক দুর্গাপুজোয় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে সুন্দর লাগত। ওঁকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতি দিন তোমাকে আমাদের মনে পড়বে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement