Entertainment News

‘বাহুবলী ২’-এর বিশেষ দৃশ্য ফাঁস!

মুক্তির আগেই ‘বাহুবলী ২’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে বেশ কয়েক গুণ। তার মধ্যেই নাকি ফাঁস হয়ে গেল ‘বাহুবলী ২’-এর অ্যাকশন সিকোয়েন্সের অসম্পাদিক কিছু দৃশ্য। যেখানে মূল দুই চরিত্র প্রভাস এবং অনুষ্কা শেট্টির যুদ্ধের দৃশ্য রয়েছে বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ১৫:৩২
Share:

‘বাহুবলী ২’-এর দৃশ্য? ছবি: সংগৃহীত।

মুক্তির আগেই ‘বাহুবলী ২’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে বেশ কয়েক গুণ। তার মধ্যেই নাকি ফাঁস হয়ে গেল ‘বাহুবলী ২’-এর অ্যাকশন সিকোয়েন্সের অসম্পাদিক কিছু দৃশ্য। যেখানে মূল দুই চরিত্র প্রভাস এবং অনুষ্কা শেট্টির যুদ্ধের দৃশ্য রয়েছে বলে খবর। সেই ভিডিও এখন ওয়েব মিডিয়ায় ভাইরাল। ‘বাহুবলী ২’-এর প্রোডাকশন টিম ইতিমধ্যেই পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। যত দ্রুত সম্ভব নেট ভিডিও থেকে ওই ভিডিও সরিয়ে নেওয়া হচ্ছে। আর যাতে ছড়িয়ে না পড়ে নেওয়া হচ্ছে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও।
‘বাহুবলী ২’-এর গল্পের ইউএসপি হল বাহুবলী কেন খুন হয়েছিল? কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? এটা ফাঁস হয়ে গেলে দর্শকদের ছবিটা হলে গিয়ে দেখার আর ততটা উত্সাহ থাকবে না। কিন্তু এই তথ্যটা জানেন মাত্র তিন জন। টিম ‘বাহুবলী ২’-এর পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে।
সেই তিনজন কারা জানেন? প্রথম জন বাহুবলী নিজে। অর্থাত্ প্রভাসের কাছে এই রহস্য পরিষ্কার। দ্বিতীয় পরিচালক এস এস রাজামৌলি। তাঁকে তো এ তথ্য জানতেই হবে। আর তৃতীয় লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনিই তো সব কিছুর নেপথ্যের নায়ক। আগামী ২৮ এপ্রিল, ২০১৭ মুক্তি পাবে ‘বাহুবলী টু’।

Advertisement

আরও পড়ুন, মুক্তির আগেই ৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল ‘বাহুবলী পার্ট টু’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement