Kangana Ranaut

‘বাহুবলী’ প্রভাসের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন কঙ্গনা!

হৃতিক-কঙ্গনার অতীত সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। দু’জনের ঝগড়া রীতিমতো আদালতে গড়িয়েছিল। কিন্তু জানেন কি, দক্ষিণী অভিনেতা ‘বাহুবলী’র নায়ক প্রভাসের সঙ্গেও তুমুল ঝামেলায় জড়িয়েছিলেন কঙ্গনা! বিশ্বাস হচ্ছে না! এ কথা জানিয়েছেন খোদ কঙ্গনাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৬:৪৭
Share:

তেলুগু ছবি ‘এক নিরঞ্জন’ ছবির একটি দৃশ্যে প্রভাসের সঙ্গেও কঙ্গনা। ছবি: সংগৃহীত।

হৃতিক-কঙ্গনার অতীত সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। দু’জনের ঝগড়া রীতিমতো আদালতে গড়িয়েছিল। কিন্তু জানেন কি, দক্ষিণী অভিনেতা ‘বাহুবলী’র নায়ক প্রভাসের সঙ্গেও তুমুল ঝামেলায় জড়িয়েছিলেন কঙ্গনা! বিশ্বাস হচ্ছে না! এ কথা জানিয়েছেন খোদ কঙ্গনাই।

Advertisement

তখনও অবশ্য কঙ্গনা বলিউডের ‘কুইন’ হয়ে ওঠেননি। আর প্রভাসও বাহুবলী হননি। ২০০৮-এ ‘ফ্যাশন’ ছবিটি মুক্তির পরই কঙ্গনাকে নিজের ছবির জন্য চুক্তিবদ্ধ করেন তেলুগু ছবির পরিচালক পুরী জগ্গানাথ। ছবির নাম ‘এক নিরঞ্জন’। এ ছবিতে কঙ্গনার বিপরীতে নায়কের ভূমিকায় ছিলেন প্রভাস। বর্তমানে যখন দেশ জুড়ে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এর জয়জয়কার চলছে, তখন কঙ্গনা তাঁর এক সময়ের সহকর্মী প্রভাসের সম্পর্কে বলেন, “প্রভাসের এই সাফল্যে আমি খুশি। আমার মনে আছে, আমরা যখন সে সময়ে এক সঙ্গে কাজ করছি তখন প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হত। একটা সময়ে এত ঝামেলা হয় যে আমরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলা পর্যন্ত বন্ধ করে দিই।” এর পরই কঙ্গনা যোগ করেন, “এ বার যখন ‘বাহুবলী’ দেখলাম, ...দুর্দান্ত! ওঁর এই সাফল্যে আমি গর্বিত।”

আরও পড়ুন...
‘বাহুবলী ২’-এর পর এত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement