Babul Supriyo

অনন্তকাল তোমাকেই মা হিসেবে চাই, মায়ের প্রয়াণে আবেগঘন টুইট বাবুলের

কঠিন সময়ের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কিছু ক্ষণ আগে একটি টুইট করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৯:১৪
Share:

মা সুমিত্রা দেবীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না ছেলে বাবুল সুপ্রিয়।

না-ফেরার দেশে চলে গিয়েছেন মা। এ কথা জেনেও যেন মেনে নিতে পারছেন না বাবুল সুপ্রিয়।

Advertisement

মায়ের আকস্মিক এই চলে যাওয়া এক লহমায় যেন অনেকটা পরিণত করে তুলেছে তাঁকে। মাতৃবিয়োগের শোক স্পষ্ট সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর সোশ্যাল মিডিয়াতেও। কঠিন সময়ের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কিছু ক্ষণ আগে একটি টুইট করেন তিনি।

মা সুমিত্রা দেবীর একটি সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মা চলে গিয়েছেন… না-ফেরার দেশে… মা আজ আমি পুনর্জন্মে বিশ্বাস করতে চাই, কারণ পরবর্তী সব জীবনে, অনন্তকাল পর্যন্ত তোমাকেই আমি মা হিসেবে চাই। মা ২০ ঘণ্টায় তোমার ছেলের বয়স ২০ বছর বেড়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে যাঁরা পাশে থেকেছেন।’

Advertisement

মায়ের আকস্মিক এই চলে যাওয়া এক লহমায় যেন অনেকটা পরিণত করে তুলেছে বাবুলকে

বাবুলের এই পোস্টে শোক প্রকাশ করেছেন স্মৃতি ইরানি, তেজস্বী সূর্য প্রমুখ।

বেশ কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন বাবুলের মা সুমিত্রা এবং বাবা সুনীলচন্দ্র বড়াল। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দিন কয়েক আগে তাঁর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মা ভর্তি ছিলেন হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। এর পরই বুধবার রাত ১০টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুমিত্রা দেবী।

আরও পড়ুন: প্রথম বার ‘দিদি নম্বর ওয়ান’-এ রানি রাসমণি, সঙ্গে মেয়ে, নাতি ও নাতজামাই

দ্বিতীয় সন্তানের জন্য কী নাম ঠিক করলেন করিনা?​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন