India-Pakistan Pahalgam Row

এ দেশে দেখা যাচ্ছে অভিনেত্রী মাওরা হোসেনকে! পাক-শিল্পীদের নিষেধাজ্ঞা কি তুলে নিচ্ছে ভারত?

কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাক নায়িকার সমাজমাধ্যম ফের ভারতে দেখা যাচ্ছে। এতে কতটা খুশি তিনি? মাওরা সে বিষয়ে মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১০:৪৫
Share:

ভারতে স্বাগত মাওরা হোসেন? ছবি: সংগৃহীত।

এপ্রিলে পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তানের একাধিক অভিনেতা ভারতে নিষিদ্ধ হয়েছিলেন। শুধু বলিউডে কাজ করা নয়, সমাজমাধ্যমেও তাঁদের নিষিদ্ধ করা হয়েছিল। এ দেশের অনুসরণকারীরা দেখতে পাচ্ছিলেন না পাক-তারকাদের সমাজমাধ্যমের কার্যকলাপ। সেই তালিকায় হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকারা রয়েছেন।

Advertisement

মঙ্গলবার রাতে হঠাৎই জানাজানি হয়, প্রায় দু’মাস পর মাওরার ইনস্টাগ্রামের পোস্ট ফের দেখা যাচ্ছে ভারতে। তবে কি নিষেধাজ্ঞা উঠে গেল? এ প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি সংস্থা বা ভারত সরকারের তরফে।

২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। বন্ধ হয় সাংস্কৃতিক আদানপ্রদান। সে সময়ে মাওরার সমাজমাধ্যমের অ্যকাউন্ট নিষিদ্ধ করে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছিল, “ভারতে এই পাক নায়িকার অ্যাকাউন্ট পাওয়া যাবে না। তাঁর অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে করা আইনি অনুরোধ মেনে নেওয়া হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আগেই পহেলগাঁও কাণ্ড নিয়ে মাওরা একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি কাশ্মীরে ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’কে সমাজমাধ্যমে ‘কাপুরুষোচিত’ বলেছিলেন। যা ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই ঘটনার পর তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকার করেন ভারতীয় অভিনেতা হর্ষবর্ধন রানে। তাঁদের জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল ‘সনম তেরি কসম ২’ ছবিতে।

মঙ্গলবার এ দেশের কিছু অনুসরণকারী ফের পাক নায়িকার সমাজমাধ্যমটি দেখা যাচ্ছে বলে জানান। তাঁরা সমাজমাধ্যমে সেই বার্তা ছড়িয়েও দেন। এ বার কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মাওরার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে সাধারণ নেটাগরিকদের পাশাপাশি মাওরাকে অনুসরণ করেন তাপসী পান্নু, নীতু কপূর, মৌনি রায়, মণীশ মলহোত্র, খুশবু পটানির মতো খ্যাতনামীরা। যদিও সমাজমাধ্যমে বাকি পাক অভিনেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কি না, তা নিয়ে সরকার বা ইনস্টাগ্রামের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

ভারতে তাঁর অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর এ বিষয়ে এখনও কোনও কথা বলেননি মাওরা। নিষেধাজ্ঞা ঘোষণার সময়েও নীরব ছিলেন তিনি। তবে তাঁর অ্যাকাউন্ট ভারতে ফের চালু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাওরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুসরণকারীদের তৈরি করা একটি ছোট ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছে তাঁর অভিনীত ‘সনম তেরি কসম’ ছবির চরিত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement