Celeb Gossip

কাজলকে শাহরুখের সঙ্গে দেখলেই নিরাপত্তায়হীনতায় ভুগতেন অজয়! স্বামীর সঙ্গে প্রিয় বন্ধুর সম্পর্ক কেমন?

কাজলের সঙ্গে শাহরুখের সুসম্পর্ক থাকলেও তাঁর স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভাল সম্পর্ক নয়। সত্যিই কি তা-ই? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৪:৫৫
Share:

অজয়ের সঙ্গে শাহরুখের সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।

শাহরুখ খান, কাজল ও অজয় দেবগন এই তিন জনের সম্পর্ক নিয়ে বিস্তর জল্পনা ছিল একসময়ে। মাঝে নাকি শাহরুখের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন হয়েছিল কাজলের। নেপথ্যে অজয়। তিনি নাকি কাজলকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন! স্বামীর জন্যই নাকি শাহরুখের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন।

Advertisement

কোনও কথা না বলেও চোখে চোখ রেখে কী ভাবে ভালবাসা প্রকাশ করতে হয়, শিখিয়েছিল শাহরুখ-কাজল জুটি। শুধু পর্দায় নয়, বাস্তবেও তাঁদের রসায়ন চর্চায় উঠে এসেছে বার বার। কাজলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাঁর স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভাল সম্পর্ক নয় শাহরুখের। এমন সব তথ্য ঘোরাফেরা করে বলিউডে। বহু বছরের জল্পনা প্রসঙ্গে এ বার মুখ খুললেন কাজল।

এক সাক্ষাৎকারে কাজল বলেন, “হ্যাঁ, পার্টিতে ওদের একসঙ্গে মদ্যপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেনি। ওদের সেই ভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ ওরা পরস্পরের শত্রু, এমন মোটেই নয়। ওরা একে অপরের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল।’’ কাজল এ-ও জানান, শাহরুখের সঙ্গে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে মোটেই প্রস্তুত ছিলেন না কাজল। সেই সময় অজয়ও ব্যস্ত ছিলেন। বাড়িতে বাচ্চাদের দেখাশোনার কারণে রাজি হচ্ছিলেন না কাজল। কিন্তু, অজয় নিজেই অভিনেত্রীকে রাজি করিয়েছিলেন ওই কাজটি হাতে নেওয়ার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement