Fatima Sana Shaikh

আমিরের কারণেই শেষ হয়েছিল সম্পর্ক! তারকা-কন্যা আইরাকে নিয়ে কী বললেন ফাতিমা?

বছর দুয়েক আগেও আমির-কন্যা আইরা জন্মদিন থেকে বাগ্‌দান সব অনুষ্ঠানেই ছিলেন ফাতিমা। হঠাৎই যোগাযোগ ছিন্ন হয় খান পরিবারের সঙ্গে। আইরার বিয়েতেও দেখা যায়নি ফাতিমাকে। তবে কি বাবার কারণেই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ করেন ফাতিমা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১২:৫৭
Share:

(বাঁ দিক থেকে) আইরা খান, আমির খান, ফাতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে আমির খান। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যায়, প্রচারের আলো তাঁর পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর আগে এক দীর্ঘ সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডের আনাচে কানাচে। আমিরের বাড়িতে যাতায়াত ছিল অভিনেত্রীর।

Advertisement

আমিরের-কন্যা আইরা ছিলেন ফাতিমার প্রিয় বন্ধু। আইরার জন্মদিন থেকে বাগ্‌দান সব অনুষ্ঠানেই ছিলেন ফাতিমা। কিন্তু আচমকাই যোগাযোগ ছিন্ন হয় খান পরিবারের সঙ্গে। আইরার বিয়েতেও দেখা যায়নি ফাতিমাকে। তবে কি বাবার কারণেই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ করেন ফাতিমা?

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন আমির। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ ছবিতে আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। অসমবয়সী এই প্রেম নিয়ে এক সময় বিস্তর চর্চা হয় বলিউডে। যদিও বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন আমির-ফাতিমা। কিন্তু আমিরের মেয়ের সঙ্গে কী ভাবে আলাপ হল ফাতিমার? এ বার সেটাই খোলসা করলেন তিনি।

Advertisement

অভিনেত্রীর কথায়, ‘‘বছর কয়েক আগে আমার থেরাপির প্রয়োজন ছিল, সেই সূত্রে আইরার সঙ্গে যোগাযোগ তৈরি হয়। আমি একা নয়, আমার কিছু বন্ধুবান্ধবও থেরাপির প্রয়োজনে ওর সঙ্গে যোগাযোগ করে। সেই সময় প্রচুর সাহায্য করেছে আমাকে। খুবই বড় মনের মেয়ে আইরা। সকলকে সাহায্য করতে ভালবাসে, খুব যত্ন নিতে পারে মানুষের।’’ এক সময় আইরা ও আমিরের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, এখনও প্রায় মুখ দেখাদেখি বন্ধ। যদিও শোনা যাচ্ছে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় বর্মার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। যদিও ফাতিমা নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করে এসেছেন বরাবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement