Pori Moni

Pori Moni: অসুস্থতার মধ্যেই ‘মা’ ছবির ডাবিং শেষ করলেন অন্তঃসত্ত্বা পরীমণি

অভিনেত্রীর দাবি, ‘‘কী যে সুন্দর হচ্ছে ছবিটা, বলে বোঝাতে পারব না। খুব ভাল একটি কাজ হবে আমার। অন্য ধরনের কাজ।’’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ। জানা গিয়েছে, আগামী মাতৃদিবসে ছবিটি মুক্তি পেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৯:৫৭
Share:

পরীমণি

বাংলাদেশে ১৯৭১ সালে সাত মাসের মৃত শিশুকে নিয়ে অসহায় এক মায়ের আবেগের গল্প ‘মা’। পরিচালক অরণ্য আনোয়ার। ছবিতে হতভাগ্য মায়ের ভূমিকায় বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। ছবির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়ে পরীমণি বলেছিলেন, ‘‘ছবিটির গল্প আমার খুব পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এ বার সেই মায়ের চরিত্রেই অভিনয় করব। আশা করছি, নিজেকে ভাঙতে পারব।’’

ঘটনাচক্রে, এ বছর জানুয়ারি মাসে ছবিটিতে পরীমণি যখন কাজ শুরু করেন, বাস্তবে তখন তিনি নিজেই মা হতে চলেছেন। বরাবর‌ই পরীমণির জীবন নাটকীয়তায় ভরা। মাদক-মামলায় গ্রেফতার, জেলহাজত-প্রেম-বিয়ে-অন্তঃসত্ত্বা হ‌ওয়ার মতো একের পর এক অধ্যায় তাঁর জীবনে এসেছে দ্রুত গতিতে। ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হ‌ওয়ার পরে তিনি অন্তঃসত্ত্বা হলে সঙ্কটে পড়ে যান প্রযোজক-পরিচালক। ডাক্তারের পরামর্শে পরীমণি সিদ্ধান্ত নেন, দেড় বছর কোন‌ও ছবির কাজ করবেন না।

Advertisement

পরবর্তীতে অবশ্য ছবিটির স্বার্থেই তিনি ‘মা’-এর শ্যুটে যোগ দেন। শ্যুটিং চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে‌ ভর্তিও হন এক বার। গর্ভধারণ জনিত অসুস্থতার মধ্যেই ছবির ডাবিং শেষ করে ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন—‘রিল্যাক্সড’। একাধিক ছবি-সহ দিয়েছেন ডাবিং শেষ করার খবরও।

পরীমণির অভিনয়ে খুশি পরিচালক অরণ্য আনোয়ার। নায়িকার পোস্টে তাঁর মন্তব্য, ‘ভিন্ন এক পরীমণি আসবে মা হয়ে।’ পরীমণি যাকে ‘মা’ বলে ডাকেন, বিশিষ্ট নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীও লিখেছেন, ‘অন্য এক পরীমণিকে দেখবেন দর্শক। আমি অবাক।’

Advertisement

সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রীর নিজেরও দাবি, ‘‘কী যে সুন্দর হচ্ছে ছবিটা, বলে বোঝাতে পারব না। খুব ভাল একটি কাজ হবে আমার। অন্য ধরনের কাজ।’’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ। জানা গিয়েছে, আগামী মাতৃদিবসে ছবিটি মুক্তি পেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন