Bangladeshi Actor Apurbo

২০২১-এ তৃতীয় বিয়ে, শাম্মার সঙ্গে দাম্পত্যের চার বছরের মাথায় সুখবর, বাবা হলেন অপূর্ব

২০২০ সালে দ্বিতীয় বিয়ে ভাঙার পরে ২০২১-এ আবার বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পরে বাবা হওয়ার সুখবর শোনালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:০১
Share:

বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং মা হলেন শাম্মা দেওয়ান। ছবি: সংগৃহীত।

বছরের শেষে সুখবর শোনালেন বাংলাদেশের রোম্য়ান্টিক নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। লক্ষ্মী এসেছে তাঁর বাড়িতে। দ্বিতীয় বার বাবা হলেন অভিনেতা। মেয়ে হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। মেয়ের ছোট্ট হাতের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অপূর্ব। মেয়ের নাম রেখেছেন অনয়া।

Advertisement

কিছু দিন আগে ছেলে জ়ায়ান ফারুক আয়েশের সঙ্গে একটি ভিডিয়ো নিয়ে আলোচনায় উঠে এসেছিল অপূর্বের নাম। দ্বিতীয় স্ত্রী নাজ়িয়া হাসান অদিতির সঙ্গে বিয়ে ভাঙার পরেও ছেলের সঙ্গে তাঁর সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি। একই ভাবে ছেলের সঙ্গে সময় কাটানো, খেলার ছবি প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্যে ইতি টানেন অপূর্ব।

মেয়ে হওয়ার সুখবর শোনালেন অপূর্ব। ছবি: ইনস্টাগ্রাম।

২০২১-এ তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। আমেরিকা নিবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করা নিয়ে বিস্তর আলোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। অভিনেতার তৃতীয় স্ত্রী আমেরিকাতেই বড় হয়েছেন। সেখানেই বিবিএ শেষ করেন। গাড়ি প্রস্তুতকারক একটি সংস্থার ব্র্যান্ড ম্যানেজার তিনি। বিয়ের চার বছর পরে কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব এবং মা হলেন শাম্মা। তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক তৈরি হতে অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করেছেন, তিনি চুরি করেননি! ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement