Jaya Ahsan In Kolkata

কলকাতায় জয়ার ‘তাণ্ডব’! শহরে পা দিয়ে কী কী করলেন দুই বাংলার নায়িকা? কেনই বা আগমন?

আগামী ইদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। জয়া বলেছেন, “আগামী ইদে আমার দুটো ছবি মুক্তি পাবে। দ্বিতীয় ছবির নাম ‘উৎসব’। ‘ক্রিসমাস ক্যারল’-এর বাংলা রূপান্তর বলতে পারেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৯:০১
Share:

কলকাতায় জয়া আহসান, কেন? ছবি: ফেসবুক।

তিনি কাজও করছেন, পার্টিও! কলকাতায় জয়া আহসান। শহরে পা রেখেই দারুণ ব্যস্ত নায়িকা। আবার বন্ধুদের সঙ্গে হুল্লোড়ও বাদ দিচ্ছেন না। হঠাৎ কেনই বা তিনি কলকাতায়? আনন্দবাজার ডট কমকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, তাঁর আগামী ছবি ‘তাণ্ডব’-এর ডাবিং চলছে। সে কারণেই তিনি এ পার বাংলায়। ছবির পরিচালক রাইহান রাফি। নায়ক শাকিব খান। যৌথ প্রযোজনায় এসভিএফ এবং ও পার বাংলার আলফা আই। ডাবিং করতেই তিনি ও শাকিব শহরে। পরিচালক, প্রযোজক শাহরিয়ার শাকিলও সঙ্গে রয়েছেন।

Advertisement

সারা দিন ডাবিং করছেন অরাল স্টুডিয়োয়। সন্ধ্যায় কাজের পর পার্টি। সেখানে জয়া, শাকিব, রাইহান, শাকিল তো রয়েইছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। হলুদ এক কাঁধ-খোলা পোশাকে জয়া যেন ‘হলদে পাখি’!

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও ছবিতে রয়েছেন বাংলাদেশের এক ঝাঁক ও পার বাংলার তারকা অভিনেতা। তালিকায় আফরান নিশো, ফজ়লুর রহমান বাবু, সাবিলা নূর, হিরো আলম প্রমুখ। ছবির কথা বলতে বলতে নায়িকার গলায় জড়াল আবেগ। জয়া বলেছেন, “আগামী ইদে আমার দুটো ছবি মুক্তি পাবে। দ্বিতীয় ছবির নাম ‘উৎসব’। ‘ক্রিসমাস ক্যারল’-এর বাংলা রূপান্তর বলতে পারেন।” সদ্য মুক্তি পেয়েছে জয়ার আরও একটি ছবি, ‘জয়া আর শারমিন’। “ছবিটি করোনা কালে শুট করেছিলাম। এত দিনে মুক্তি পেল”, গলায় খুশি ছড়িয়ে বললেন নায়িকা। এই ছবিতে তাঁর সঙ্গী মোহসিনা আক্তার। দুই নারীকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্প নিয়ে তৈরি ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement