PoriMoni

শ্বাসকষ্ট, সারা শরীরে ব্যথা! হাসপাতালই নতুন ঠিকানা পরীমণির! কী হয়েছে নায়িকার?

রবিবার রাতে অভিনেত্রী পরীমণিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ছেলেকে নিয়ে হাসপাতালে রয়েছেন তিনি। তীব্র শ্বাসকষ্টের সমস্যা। ঘণ্টায় ঘণ্টায় নেবুলাইজ়ার নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৫:৪৫
Share:

অসুস্থ পরীমণি? ছবি: সংগৃহীত।

ছেলে অসুস্থ। সেই খবর আগে দিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রের খবর, ছেলের সঙ্গে সঙ্গে অসুস্থ নায়িকাও। রবিবার রাতে তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ছেলের সঙ্গেই হাসপাতালে রয়েছেন তিনি। ঘন্টায় ঘণ্টায় তাঁকে নেবুলাইজ়ার নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুরে খুব বাড়াবাড়ি হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন শ্বাসকষ্টের সমস্যা মিটলেও গায়ে জ্বর রয়েছে তাঁর। সেইসঙ্গে সারা শরীরে ব্যথাও রয়েছে। তাই এখনই তিনি হয়তো ছাড়া নাও পেতে পারেন বলে হাসপাতাল সূত্রের খবর। গত ১০ অগস্ট ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন নায়িকা। তার পর থেকে একের পর এক ঝড় বয়ে চলেছে তাঁর উপর দিয়ে।

নিজের ফেসবুকের পাতায় পরীমণি লেখেন, “এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে।” দু’দিন আগে প্রকাশ্যে নিজের বিরক্তি উগরে দিয়েছিলেন ও পার বাংলার বহু-আলোচিত এই নায়িকা। কারণ, ছেলের জন্মদিনের ভিডিয়ো নিয়ে একের পর এক ‘নেতিবাচক’ ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। সেই সব ‘নেতিবাচক’ মন্তব্য পড়ে আর নিজেকে ঠিক রাখতে পারেননি তিনি।

Advertisement

প্রতিক্রিয়ায় তখন পরী লেখেন, “একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে এটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিল ভিডিয়ো তৈরি করেছে। তোমরা আজীবন খারাপই থাকবে। তোমরা ভাইরাল হতে চাও, জুতোর বাড়ি মেরে ভাইরাল করব।” ব্যক্তিগত কিছু কারণের জন্য সমাজমাধ্যম থেকে দূরে পরীমণি। নিজের দুই সন্তানকে নিয়ে আপাতত শান্তিতে থাকতে চান বলে জানান অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement