পরীমণির জীবনে নতুন প্রেম? ছবি: সংগৃহীত।
ও পার বাংলার অন্যতম বিতর্কিত অভিনেত্রী পরীমণি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল কাটাছেঁড়া হয়েছে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর আরও বেশি আলোচনা হয়েছিল তাঁকে নিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এখন কি তিনি কোনও সম্পর্কে আছেন?
সম্প্রতি, বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় নায়িকাকে। যদিও অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় এখনও পর্যন্ত নতুন প্রেমের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। নিজের ছেলেমেয়েকে নিয়ে সময় কাটানোর অনেক মুহূর্তই সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। কাজের ব্যস্ততা, দুই সন্তানকে সামলে নায়িকার জীবনে কি নতুন প্রেম এল?
পরীমণির সাফ জবাব, তিনি মোটেই ‘সিঙ্গেল’ নন। অভিনেত্রীর উত্তর শুনে চমকেছেন অনেকেই। অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রীর জীবনের নতুন মানুষটি তা হলে কে? হাসতে হাসতে নায়িকা বলেন, “আমি যদি বলি প্রেম করছি না, তা হলে কেউ বিশ্বাস করবে না। আর আমি সারা ক্ষণই প্রেমে থাকি। জীবনে কেউ এসেছে কি না সেটা এখনই বলতে পারব না। তবে প্রেমে আছি এটাই বলতে চাই।” মাঝে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে কাটাতে হয়েছিল অনেকগুলো দিন। সেই সমস্যা কেটেছে। এখন দুই সন্তান নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন পরীমণি।