Dhanteras

‘নাকছাবি আমার প্রিয়, গৌরবকে দারুণ দেখাচ্ছিল’, গয়না কি শুধুই নারীদের? অভিষেক, সৌরভদের কী মত

সোনা, রুপোর গয়না কি শুধুই নারীদের জন্য তৈরি? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এককালে রাজারাও রানিদের সঙ্গে তাল মিলিয়ে গয়না পরতেন। যুগের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু সেই ধারা এখনও অব্যাহত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০৮:৪৩
Share:

ধনতেরস কি শুধুই মেয়েদের জন্য? কী বললেন অভিষেক রায়, সৌরভ দাস? —ছবি: সংগৃহীত।

অনেকেই মনে করেন ধনতেরসে ধাতু কেনা শুভ। ধাতু বললেই মাথায় আসে গয়না। তবে এখন ধনতেরসে শুধু মহিলারাই সোনা-রুপো কিনছেন না। বিশেষ তিথি, শুভ সময় মেনে গয়নার দোকানে পুরুষদের ভিড়ও লক্ষ করা যায়। সমাজমাধ্যমে অনেক অভিনেতা, নেটপ্রভাবীও তাঁদের কেনাকাটার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। ধারা কতটা বদলেছে? কী বলছেন পোশাকশিল্পী অভিষেক রায়, অভিনেতা সৌরভ দাসেরা?

Advertisement

সম্প্রতি, গৌরব চট্টোপাধ্যায়ের একটি ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে নায়ক পরেছেন একটি নাকছাবি। যদিও গৌরব প্রথম নন, এখন সৌরভ দাস, ঋষভ বসু-সহ অনেক পুরুষকেই গয়না পরতে দেখা যায়। অভিনেতা দেবকেও দেখা গিয়েছে দুল, নানা ধরনের হার, সঙ্গে মানানসই লকেট পরতে।

এ প্রসঙ্গে অভিষেক বললেন, “আমি ব্যক্তিগত ভাবে রুপো পছন্দ করি। খুব ব্রোচ কিনি। ইতিহাস বলছে, অলঙ্কার যে শুধুই মেয়েদের জন্য তৈরি তা নয়। ছেলেরা কত সুন্দর সুন্দর গয়না পরে। ‘জেন জ়ি’দের মধ্যে এই প্রবণতা আরও বেড়েছে। গৌরবকেও সে দিন নোজ়পিন পরে অসাধারণ দেখতে লাগছিল।”

Advertisement

অভিষেক নিজেও ধনতেরসে কিছু না কিছু কেনেন। এই বছরও রুপোরই কিছু কিনবেন বলে ভেবে রেখেছেন। টলিউড নায়কদের বিভিন্ন গয়নার সঙ্গে স্টাইলিংও তিনি করেছেন। একটা সময় সৌরভও খুব কানের দুল, নাকছাবি পরতে ভালবাসতেন। অভিনেতা যোগ করলেন, “যখন নিজস্ব ব্যান্ড ছিল, শো করতাম, তখন অনেক নাকছাবি পরেছি। এখন তাই আর পরি না। কিন্তু গয়না পরতে আমিও ভালবাসি। আর আমার বৌয়ের নামের সঙ্গেই তো সোনা আছে।” তবে নিজের জন্যই ধনতেরসে কিছু কিনতে হবে তা নয়। সৌরভ জানিয়েছেন ধনতেরসে স্ত্রী দর্শনা বণিককে নিয়ে যাবেন কিছু না কিছু কিনতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement