খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত।
সময় একেবারেই ভাল যাচ্ছে না বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। অগস্টের শুরু থেকে একের পর এক সমস্যা। প্রথমে নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পর ছেলের অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। সোমবার রাতে আবার খারাপ খবর দিলেন ও পার বাংলার আলোচিত নায়িকা। তাঁর দেড় বছরের শিশুকন্যাও গুরুতর অসুস্থ।
মেয়ের অসুস্থতার খবর জানিয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় পরী লেখেন, “আমার মেয়ে আইসিইউতে। ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!” এই পরিস্থিতিতে যে নায়িকা খুবই অসহায়, তা বোঝা গেল অভিনেত্রীর সমাজমাধ্যমের লেখায়। এই খবর শোনার পর সবাই তাঁদের সুস্থতা কামনা করেছেন।
গত ১০ অগস্ট ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন নায়িকা, এ নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। অনেকেই পোস্ট করেছিলেন রিল ভিডিয়ো, যা মোটেই ভাল চোখে দেখেননি পরী। উল্টে বিরক্ত হয়েছিলেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, যাঁরা ভিডিয়ো তৈরি করে তাঁদের ব্যক্তিগত পারিবারিক মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে দিচ্ছেন তাঁদের উচিত শিক্ষা দেবেন।
নেতিবাচক মন্তব্য যাতে কম আসে সে কথা ভেবে নিজের ফেসবুকে বেশ কিছু পরিবর্তন করেছেন অভিনেত্রী। কিছু দিন আগে খারাপ মন্তব্য পড়ে আর নিজেকে ঠিক রাখতে পারেননি পরী। নায়িকা লিখেছিলেন, “একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে এটা করতে চেয়েছিলাম। কিন্তু কয়েক জন বেহায়ার মতো এসে রিল ভিডিয়ো তৈরি করেছে। তোমরা আজীবন খারাপই থাকবে। তোমরা ভাইরাল হতে চাও।"