Shakib Khan

আগের বিয়ে লুকিয়ে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব! সত্য প্রকাশ্যে আনলেন নায়কের প্রাক্তন?

শাকিব খান নাকি তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেল! চর্চা তুঙ্গে। এই আলোচনার মাঝে গোপন সত্যি প্রকাশ্যে আনলেন শবনম বুবলী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৫:৪৮
Share:

শাকিবের কোন সত্যি প্রকাশ্যে? ছবি: সংগৃহীত।

অপু বিশ্বাস, শাকিব খান এবং শবনম বুবলী—বাংলাদেশের তিন নায়ক-নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। দুই স্ত্রীয়ের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে নায়কের। তাঁর দুই পক্ষের দুই সন্তান। সেই সূত্রে অপু এবং বুবলীর সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে নায়কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে সম্পর্কের শুরুর দিনে ফিরে গেলেন বুবলী। জমে থাকা ক্ষোভ উগরে দিলেন। নায়িকার দাবি, অভিনেতার সঙ্গে সম্পর্কের শুরুতে তিনি জানতেনই না তাঁর প্রাক্তনের কথা। বুবলীর দাবি, তাঁদের সন্তান আছে এটাও জানা ছিল না। ২০১৭ সালে প্রথম বার অপু-শাকিবের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তার আগে থেকেই বুবলীর সঙ্গে সম্পর্কে ছিলেন নায়ক।

Advertisement

অভিনেত্রী বলেন, “২০১৭ সালের আগে কেউই জানতেন না যে শাকিবের জীবনে অন্য কেউ আছে। শুধু তাই নয়, সেটের কারও পক্ষে জানা সম্ভব ছিল না। আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। প্রথম দেখায় যে প্রেম হয়ে গিয়েছিল তা বলা যায় না। প্রেম নয়, সরাসরি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব। তবে অপুর সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর আমাদের সম্পর্ক তৈরি হয়।” দফায় দফায় বিভিন্ন সাক্ষাৎকারে নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। দর্শকের একাংশের ধারণা ছিল বুবলীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন নায়ক। কিন্তু আদতে তাঁদের সম্পর্কই শুরু হয়েছিল ২০১৭ ঘটনার পর।

এত বছর পর সব ধোঁয়াশা কাটালেন অভিনেত্রী বুবলী। ছেলে হওয়ার পর খুব বেশি দিন শাকিবের সঙ্গে তাঁরও সংসার টেকেনি। এখন তাঁরা আলাদা থাকেন। তবে বাবা হিসাবে নায়ক সব কর্তব্যই পালন করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement