কেন বিতর্কে জড়ালেন তানজিন তিশা? ছবি: সংগৃহীত।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। নেপথ্যে ‘ভালবাসার মরশুম’ ছবি। এই ছবিতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর। ভিসা সমস্যার জন্য যা বাতিল হয়ে যায়। ছবির প্রযোজক সরিফুল সাবেক এর আগে জানিয়েছিলেন, অগ্রিম টাকা নিয়েছিলেন নায়িকা। ভিসা ইন্টারভিউয়ের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল, সেই সময় হাজির হননি নায়িকা। তাতেই সমস্যার শুরু। ওই অভিযোগের পরে এ বার আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন নায়িকা।
অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, আইনজীবীর মাধ্যমে যে চুক্তি হয়েছিল সেখানে স্পষ্ট লেখা ছিল ভিসা এবং ভ্রমণ সক্রান্ত যাবতীয় দায়িত্ব প্রযোজক, পরিচালকের। দুর্ভাগ্যজনক ভাবে ভিসা করিয়ে দিতে পারেনি তাঁরা। এ প্রসঙ্গেই পাল্টা জবাব দিলেন প্রযোজক সরিফুল। আনন্দবাজার ডট কমকে তিনি বলেন, “আমরা ভিসা ইন্টারভিউয়ের তারিখ, সময়— সব ঠিক করে দিয়েছিলাম। কিন্তু উনি যদি ইন্টারভিউ না দেন তা হলে আমরা কী করতে পারি?” সেই সঙ্গে প্রযোজক যোগ করেন, “চুক্তিতে তো লেখা ছিল না, কাজ না করলেও অগ্রিম নিজের কাছে রেখে দেবেন!”
অন্য দিকে অভিনেত্রীর অভিযোগ, সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর কাজের ক্ষতি করার চেষ্টা চলছে। যদিও অভিনেত্রীর কোনও অভিযোগই মানতে রাজি নন সরিফুল। তিনি বলেন, “পেশাদারিত্ব কাকে বলে ওঁর জানা নেই।” আনন্দবাজার ডট কমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও উত্তর মেলেনি। উল্লেখ্য, এই ছবির অনেকটা শুটিং হয়ে গিয়েছে। আর আট দিনের কাজ বাকি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, শরমন জোশী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং গৌরব রায়চৌধুরী। তানজিনের পরিবর্তে দেখা যাবে ওড়িয়া অভিনেত্রীকে।