Death Of Awami League Leader Proloy Chaki

হাসপাতালে মৃত্যু কারাবন্দি গায়ক ও আওয়ামী লীগের নেতা প্রলয় চাকীর! পরিবারের অভিযোগ কী?

পাবনা জেলা সংশোধনাগারের সুপার ওমর ফারুকের দাবি, প্রলয় গুরুতর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদ্‌রোগ-সহ নানা রোগে ভুগছিলেন। কিন্তু পরিবারের অভিযোগ কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:২৩
Share:

কারাবন্দি অবস্থায় প্রয়াত প্রলয় চাকী। ছবি: সংগৃহীত।

রবিবার বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত সে দেশের জনপ্রিয় গায়ক এবং আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। গত দু’বছর ধরে পাবনা জেলা সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। প্রলয়ের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে পাবনা জেলা সংশোধনাগারের সুপার ওমর ফারুকের দাবি, প্রলয় গুরুতর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদ্‌রোগ-সহ নানা রোগে ভুগছিলেন। প্রয়াত গায়কের সঠিক চিকিৎসা হয়নি, পরিবারের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। ফারুক বলেছেন, “রবিবার রাত ৯টার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রলয়ের মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, শেষ মুহূর্ত পর্যন্ত প্রলয় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। খবর, সংশোধনাগারের বাকি কর্মকর্তাদেরও একই বক্তব্য। তাঁরা জানিয়েছেন, স‌শোধনাগারে থাকাকালীন অবস্থার অবনতি হয় প্রলয়ের। সঙ্গে সঙ্গে সংশোধনাগারের চিকিৎসকেরা তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে শুক্রবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

উল্লেখ্য, জনপ্রিয় গায়ক প্রলয় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। দলের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে নির্বাসন। সেই সময় ওই দলের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে দেশব্যাপী প্রশাসনিক অভিযান চলেছিল। সেই সময় দলীয় অন্য সমর্থকদের সঙ্গে গ্রেফতার হন প্রলয়ও। ওই সময়ে তাঁর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement