Mainul ahsan Noble Wife

নোবেল বিতর্ক অতীত! বড় ঘোষণা করলেন বাংলাদেশি গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবেল

প্রাক্তন স্বামী বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল। তাঁর জন্য বার বার ঝামেলায় জড়িয়েছে সালসাবেল মেহমুদের নাম। সব বিতর্ক ভুলে এ বার বড় ঘোষণা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪
Share:

(বাঁ দিকে) মইনুল আহসান নোবেলে, সালসাবেল মেহমুদ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে বহু বার বিতর্কে জড়িয়েছেন সালসাবেল মেহমুদ। সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলের স্ত্রী হিসাবে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। গায়ক স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। বহু দিন হল নোবেলের থেকে আলাদা রয়েছেন তিনি। এ বার, বড় খবর দিলেন সালসাবেল।

Advertisement

সাংসারিক ঝামেলা, স্বামীর অত্যাচার ভুলে আবার পড়াশোনা শুরু করেছিলেন সালসাবেল। পাশ করার সুখবর শোনালেন তিনি। বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। সেই শংসাপত্র সমাজমাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নেন সালসাবেল। লিখেছেন, “২০১৯ থেকে অনেক কিছু সহ্য করেছি। মানসিক অশান্তি, নানা ধরনের বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার পরেও যে আমি পড়াশোনা শেষ করতে পেরেছি, তাতেই খুশি। আমার জীবনের বড় প্রাপ্তি।”

কিছু দিন আগে নোবেলের কারণে অনেক বারই উঠেছিল তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেলের নাম। যে কারণে, মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। গায়কের বিরুদ্ধে এক মহিলাকে অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ, গত নভেম্বরে ওই মহিলাকে নিজের স্টুডিয়ো দেখানোর নাম করে ডেকে নিয়ে যান নোবেল। তার পর তাঁর উপর অত্যাচার করা হয়। এমনকি, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই তরুণীর মোবাইল কেড়ে নেওয়া হয়। বর্তমানে অবশ্য অভিযোগকারিণী সেই মহিলাই নোবেলের স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement