‘সলমন যেখানে যেতে বলবে, আমি সেখানেই যাব’

সলমন খানের রিয়্যালিটি শো ‘দশ কা দম’-এর অন্তিম পর্বে অতিথি শিল্পী হিসেবে এসেছিলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই বাদশা স্মৃতিচারণ করলেন তাঁর শুরুর দিনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:২০
Share:

শাহরুখ খান। —ফাইল চিত্র।

পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকুক, তবু তাঁরা কর্ণ-অর্জুন। তাই কখনও কাছাকাছি, কখনও বা দূরে। সলমন খানের রিয়্যালিটি শো ‘দশ কা দম’-এর অন্তিম পর্বে অতিথি শিল্পী হিসেবে এসেছিলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই বাদশা স্মৃতিচারণ করলেন তাঁর শুরুর দিনের।

Advertisement

‘‘প্রথম মুম্বই এসেছিলাম উঠতি অভিনেতা হিসেবে। তখন সলমনের বাড়িতে খেয়েছি। সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছেন। ওঁদের জন্যই আমি ‘শাহরুখ খান’ হয়েছি। সলমন যেখানে যেতে বলবে, আমি সেখানেই যাব,’’ বললেন শাহরুখ।

শাহরুখ-সলমন ও রানি মিলে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর টুকরো টুকরো স্মৃতি রোমন্থন করলেন। বছরের শেষে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘জ়িরো,’ যেখানে ক্যামিও করেছেন সলমনও। ছবিতে আছেন অনুষ্কা এবং ক্যাটরিনাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement