চল্লিশেও সেক্সিয়েস্ট বেকহ্যাম

বয়স ৪০। চার সন্তানের বাবা। তবু এখনও তিনিই সেরা। সকলকে টেক্কা দিয়ে অ্যালাইভ ম্যাগাজিনের বিচারে চলতি বছরের সেক্সিয়েস্ট ম্যানের তকমা পেলেন সেই বেকহ্যামই।

Advertisement
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১২:৪৯
Share:

বয়স ৪০। চার সন্তানের বাবা। তবু এখনও তিনিই সেরা। সকলকে টেক্কা দিয়ে অ্যালাইভ ম্যাগাজিনের বিচারে চলতি বছরের সেক্সিয়েস্ট ম্যানের তকমা পেলেন সেই বেকহ্যামই।

Advertisement

সেক্সিয়েস্ট ম্যান হয়েও বিনয়ী বেকহ্যম বলেন, “আমি খুব খুশি। নিজেকে কখনই আকর্ষক বা সেক্সি মনে হয়নি আমার। হ্যাঁ সুন্দর জামা কাপড় পরতে ভালবাসি ঠিকই। এবং আমার বিশ্বাস তা আমাকে মানায়ও। তবে নিজেকে সেক্সি কখনই ভাবিনি।” চল্লিশে সেক্সিয়েস্ট হয়েও এত বিনয়? এই জন্যই তো বলে ‘নো বডি ক্যান বেন্ড ইট লাইক বেকহ্যাম।’

আর ভিক্টোটিয়া? তিনি কী বলছেন? এ বারও বিনয়ী বেকহ্যাম। জানালেন, ‘শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভিক্টোরিয়ার চোখে আমি সব সময়ই সেক্সি থাকতে চাই।’

Advertisement

তবে বাবার এ হেন তকমায় বেশ চমকে গিয়েছেন বড় ছেলে ব্রুকলিন। কিশোর ব্রুকলিনের অবাক জিজ্ঞাসা, ‘‘সত্যি!! তুমি ঠিক জানো তো বাবা আমি নই?’’ একটু কি হিংসে হচ্ছে ব্রুকলিনের?

এই সংক্রান্ত গ্যালারি দেখুন:
বেকিং গ্ল্যামার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement